Thursday, September 19, 2024
spot_img
spot_img
Homeখেলা১৮ হাজার রানের তালিকায় রোহিত

১৮ হাজার রানের তালিকায় রোহিত

ইংল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপ খেলতে নেমে তিনটি নজির গড়লেন রোহিত শর্মা। ভারত অধিনায়ক রোহিত একটি নজিরের ক্ষেত্রে টপকে গেলেন সচিন তেন্ডুলকরকে। অপর একটি নজিরে তিনি চলে এলেন শুভমন গিলের পরেই। আর একটিতে ষষ্ঠ ভারতীয় ব্যাটার হিসাবে কীর্তি গড়েছেন। টি-টোয়েন্টি এবং এক দিনের বিশ্বকাপ মিলিয়ে সর্বোচ্চ রানের নিরিখে এখন বিরাট কোহলির পরেই রয়েছেন রোহিত।

১৮ হাজার রানের তালিকায় রোহিত

দুই বিশ্বকাপ মিলিয়ে ৫৯ ম্যাচে কোহলির রান ২৫২৫। রোহিত রয়েছেন তাঁরই পিছনে। এক দিনের বিশ্বকাপে তাঁর রান ১৩৭০। টি-টোয়েন্টি বিশ্বকাপে ৯৬৩ করেছেন। সচিন শুধুমাত্র এক দিনের বিশ্বকাপই খেলেছেন। তিনি ৪৫টি ম্যাচে ২২৭৮ রান করেছেন। ৬টি শতরান এবং ১৫টি অর্ধশতরান রয়েছে। অন্য দিকে, দু’টি বিশ্বকাপ মিলিয়ে রোহিতের ৭টি শতরান এবং ৯টি অর্ধশতরান রয়েছে।

১৮ হাজার রানের তালিকায় রোহিত

এক দিনের ক্রিকেটে এক বছরে ১০০০ বা তার বেশি রান করলেন রোহিত। ভারতের হয়ে ইতিমধ্যেই এ বছর ১০০০-এর বেশি রান করে ফেলেছেন শুভমন। তাঁর পিছনে চলে এলেন রোহিত। শুভমনের এই মুহূর্তে ১৩৩৪ রয়েছে এ বছর। তবে রোহিতের কাছে এই কৃতিত্ব নতুন কিছু নয়। ২০১৯ সালেও তিনি এক ক্যালেন্ডার বছরে ১০০০-এর বেশি রান করেছিলেন।

১৮ হাজার রানের তালিকায় রোহিত

সে বার তিনি ১৪৯০ রান করেছিলেন। তার আগে ২০১৭ সালে তিনি ১২৯৩ রান করেছিলেন।আন্তর্জাতিক ক্রিকেটে ১৮ হাজার রান হল রোহিতের। ৪৭৭ ইনিংসে এই রান করলেন। পঞ্চম ভারতীয় ব্যাটার হিসাবে এই কাজ করলেন রোহিত। তাঁর আগে রয়েছেন সচিন, রাহুল দ্রাবিড়, সৌরভ গঙ্গোপাধ্যায় এবং বিরাট কোহলি।

Html code here! Replace this with any non empty raw html code and that's it.

Most Popular

error: Content is protected !!