Friday, December 8, 2023
Homeদেশযাত্রিবাহী ট্রেনে ধাক্কা এক্সপ্রেসের, মৃত অন্তত ৮, আহত বহু

যাত্রিবাহী ট্রেনে ধাক্কা এক্সপ্রেসের, মৃত অন্তত ৮, আহত বহু

ফের লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন। এবার অন্ধ্রপ্রদেশের ভিজিনাগারাম জেলায় লাইনচ্যুত হয়ে গেল বিশাখাপত্তনম-রায়াগাদা প্যাসেঞ্জার ট্রেন। রবিবার সন্ধ্যায় দুর্ঘটনাটি ঘটেছে আলামান্দা স্টেশনের কাছে। এই দুর্ঘটনায় ৮ জনের মৃত্যু হয়েছে এবং ১০ জন গুরুতর আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে খবর মিলেছে।

যাত্রিবাহী ট্রেনে ধাক্কা এক্সপ্রেসের, মৃত অন্তত ৮, আহত বহু

যাত্রিবাহী ট্রেনটি বিশাখাপত্তনম থেকে রায়গড়া যাচ্ছিল। ওভারহেড তার ছিঁড়ে যাওয়ায় ট্রেনটি দাঁড়িয়ে পড়ে। তখন তাতে এসে ধাক্কা দেয় পালাসা এক্সপ্রেস। এর ফলে যাত্রী ট্রেনটির তিনটি কামরা লাইনচ্যুত হয়ে পড়ে। ঘটনাস্থলের বিভিন্ন ছবি প্রকাশিত হয়েছে। তাতে দেখা গিয়েছে লাইনচ্যুত হয়ে পড়ে রয়েছে ট্রেনের কামরা।

যাত্রিবাহী ট্রেনে ধাক্কা এক্সপ্রেসের, মৃত অন্তত ৮, আহত বহু

সেখানে জড়ো হয়েছেন বহু মানুষ। উদ্ধারকাজে হাত দিয়েছেন স্থানীয়েরা।রেলের কর্মী ও আধিকারিকেরা ঘটনাস্থলে পৌঁছেছে এবং উদ্ধারকাজ শুরু করেছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।ট্রেন দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন অন্ধ্রের মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডি।

যাত্রিবাহী ট্রেনে ধাক্কা এক্সপ্রেসের, মৃত অন্তত ৮, আহত বহু

তাঁর দফতর সমাজমাধ্যমে বিবৃতি দিয়ে জানিয়েছে, ‘‘বিজয়নগরম জেলার কণ্টকাপল্লিতে ট্রেন দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। আধিকারিকদের দ্রুত পদক্ষেপের নির্দেশ দিয়েছেন তিনি। আহতদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করতে বলেছেন।’’

Most Popular