স্কোরবোর্ডে মাত্র ২২৯ রান ওঠার পর অনেকেই শঙ্কায় ছিলেন, এই রান নিয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারত জিততে পারবে তো? পয়েন্ট তালিকায় সবার নীচে থাকা ইংরেজদের বিরুদ্ধে হেরে পচা শামুকে পা কাটবে না তো? দিনের শেষে সমর্থকদের সব চিন্তা দূর করে দিলেন ভারতীয় বোলারেরা।
ব্যাটিংয়ে একদিন খারাপ গিয়েছে তো কী হয়েছে, বোলারেরা তো রয়েছেন। যশপ্রীত বুমরা এবং মহম্মদ শামির দাপটে ইংল্যান্ডের বিরুদ্ধে কম রানের পুঁজি নিয়েও হাসতে হাসতে জিতল রোহিত শর্মার দল। ভারত জিতল ১০০ রানে। সকালে রোহিতের ব্যাট, সন্ধেয় শামির বলে রাতে জিতে গেল ভারত।
বিশ্বকাপে ছয়ে ছয় করে ফেলল ভারত। তার থেকেও বড় কথা, এ বারের বিশ্বকাপে ভারতীয় দল প্রায় সব রকম পরিস্থিতিতেই সফল। আগে ব্যাট করে বড় রান তুলে জেতা, বিপক্ষের রান তাড়া করা এ সব তো হয়েই গিয়েছে। আসল পরীক্ষা ছিল কম রানের পুঁজি নিয়েও কী ভাবে জেতা যায়। রবিবার সেটাও হয়ে গেল।