স্টাফ রিপোর্টার: ইতিমধ্যেই একাধিক বিজেপি বিধায়ক তৃণমূলে যোগ দিয়েছেন। আর এই আবহেই ইঙ্গিতপূর্ণ মন্তব্য তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের। বিজেপি থেকে প্রায় ২০ জন বিধায়ক তৃণমূলে আসার জন্য পা বাড়িয়ে আছেন বলেই রবিবার মন্তব্য করেন কুণাল ঘোষ।
বঙ্গ বিজেপিকে কটাক্ষ করে কুণাল ঘোষ বলেন, “একের পর এক নেতা দল ছেড়েছে। আরও ২০ জন ছাড়ার মুখে আছে। যেতে দিন আগামী ক’মাস। গুনে গুনে নেবেন বিজেপি থেকে ক’জন বেরিয়ে চলে আসে।” কুণাল বলেন, বিজেপি নেতারা ট্রেলার দেখানোর নাম করে ইডি-সিবিআইয়ের ‘অপশক্তি’ দেখায়।
তার সঙ্গে মানুষের শক্তি, মানুষের আশীর্বাদের কোনও যোগ নেই। কিন্তু তৃণমূল যে মার দেখাবে, সেটা মানুষের মার, গণতন্ত্রের মার। শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক উপায়ে কীভাবে বিজেপিকে বিদায় করতে হয়, তা তৃণমূল দেখিয়ে দেবে।