Friday, December 8, 2023
Homeরাজ্যউত্তুরে হাওয়ায় শীতের শিরশিরানি, তবে ফের চড়বে পারদ

উত্তুরে হাওয়ায় শীতের শিরশিরানি, তবে ফের চড়বে পারদ

স্টাফ রিপোর্টার: পুজো কেটে গিয়েছে, লক্ষ্মীপুজোও শেষ। এ বার ধীরে ধীরে আবহাওয়া ঠান্ডা হচ্ছে। শীতের দিকে এগোচ্ছে বাংলা। যদিও হাওয়া অফিস থেকে এখনই শীত নিয়ে কোনও পূর্বাভাস দেওয়া হয়নি। তারা জানিয়েছে, আগামী কয়েক দিন কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জেলায় তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা কম থাকবে।

উত্তুরে হাওয়ায় শীতের শিরশিরানি, তবে ফের চড়বে পারদ

বাতাসে থাকতে পারে হালকা ঠান্ডার আমেজ। আপাতত কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই।তবে নভেম্বরে আবার আবহাওয়ার ভোল বদল হবে। নভেম্বরের প্রথম সপ্তাহে আবার একটু ঊর্ধ্বমুখী হবে পারদ।

Most Popular