Wednesday, December 6, 2023
Homeরাজ্যনাম বলার জন্য আপ্তসহায়ককে চাপ দিচ্ছে ইডি! অভিযোগ দমকলমন্ত্রীর

নাম বলার জন্য আপ্তসহায়ককে চাপ দিচ্ছে ইডি! অভিযোগ দমকলমন্ত্রীর

স্টাফ রিপোর্টার: প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রেফতারি নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। এরই মধ্যে বিস্ফোরক অভিযোগ তুললেন দমকলমন্ত্রী সুজিত বসু। মন্ত্রীর দাবি, তাঁর আপ্ত-সহায়ককে চাপ হচ্ছে তাঁর নাম বলার জন্য। এর আগে দলকলমন্ত্রীর আপ্তসসহায়ককে জিজ্ঞাসাবাদ করেছিল ইডি।

নাম বলার জন্য আপ্তসহায়ককে চাপ দিচ্ছে ইডি! অভিযোগ দমকলমন্ত্রীর

কিন্তু কিছু পায়নি। কিন্তু তার পর থেকে মন্ত্রীর নাম বলার জন্য তাঁর আপ্তসহায়ককে নিতাই দত্তকে চাপ দেওয়া হচ্ছে। এমনটাই দাবি সুজিত বসুর।মন্ত্রী বলেন,’আমার আপ্তসহায়ক নিতাই দত্ত। তাঁর বাড়িতে ইডিকে পাঠানো হল। ১২ ঘণ্টা ধরে জেরা করল কিন্তু কিছুই পেল না।

নাম বলার জন্য আপ্তসহায়ককে চাপ দিচ্ছে ইডি! অভিযোগ দমকলমন্ত্রীর

তারপর তাঁকে বলা হল সুজিত বোসের নাম বলে দাও তোমাকে ছেড়ে দেব। এটা কোন ধরনের অত্যাচার।’ মন্ত্রী বলেন, ‘কোনও নেতা দোষ করলে তাঁকে গ্রেফতার করা হোক। কিন্তু অনেকের দোষ না থাকা সত্বেও তাঁদের গ্রেফতার করা হচ্ছে। অসুস্থ করে দেওয়া হচ্ছে।’এর আগে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় একই অভিযোগ করেছিলেন।

নাম বলার জন্য আপ্তসহায়ককে চাপ দিচ্ছে ইডি! অভিযোগ দমকলমন্ত্রীর

তাঁকেও নাম বলার জন্য চাপ দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সি। এবার দমকলমন্ত্রী একই অভিযোগ তুললেন।সুজিত বসুর এই মন্তব্যকে কটাক্ষ করেছেন বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য। তিনি বলেন,’তৃণমূলের কোনও নেতার জনমানসে কোনও গ্রহণযোগ্যতা নেই। এরা গরিব মানুষের মুখের খাদ্য বিক্রি করেছে।’

Most Popular