Wednesday, December 6, 2023
Homeরাজ্যজ্যোতিপ্রিয়কে ভর্তি নিতে চায় না কম্যান্ড হাসপাতাল, দ্বারস্থ আদালতে

জ্যোতিপ্রিয়কে ভর্তি নিতে চায় না কম্যান্ড হাসপাতাল, দ্বারস্থ আদালতে

স্টাফ রিপোর্টার: রেশন দুর্নীতি মামলায় গ্রেফতার জ্যোতিপ্রিয় মল্লিকের দায়িত্ব নিতে চাইছে না কমান্ড হাসপাতাল। মন্ত্রীকে অন্য যে কোনও হাসপাতালে শিফট করার জন্য শনিবার আদালতে পৃথক একটি আবেদন করে কমান্ড হাসপাতাল কর্তৃপক্ষ।শুক্রবার ব্যাঙ্কশাল আদালতের বিচারক ইডিকে নির্দেশ দিয়ে জানিয়েছিলেন,

জ্যোতিপ্রিয়কে ভর্তি নিতে চায় না কম্যান্ড হাসপাতাল, দ্বারস্থ আদালতে

জ্যোতিপ্রিয় (যিনি বালু নামে সমধিক পরিচিত)-র শারীরিক পরিস্থিতি স্থিতিশীল হলে এবং তদন্তকারী আধিকারিক চাইলে প্রাক্তন খাদ্যমন্ত্রীকে কম্যান্ড হাসপাতালে ভর্তি করিয়ে স্বাস্থ্য পরীক্ষা করানো যেতে পারে। সেই নির্দেশ বদল করার আর্জি জানিয়ে শনিবার আদালতের দ্বারস্থ হন কম্যান্ড হাসপাতাল কর্তৃপক্ষ।

জ্যোতিপ্রিয়কে ভর্তি নিতে চায় না কম্যান্ড হাসপাতাল, দ্বারস্থ আদালতে

তাঁদের বক্তব্য, ইতিমধ্যেই হাসপাতালের উপর চাপ রয়েছে। তা ছাড়া তাঁদের যুক্তি, হাসপাতালে সেনাকর্মী, সেনা আধিকারিক এবং তাঁদের পরিবারের সদস্যদের চিকিৎসা হয়। যাঁরা যুদ্ধে যান, দেশের সেবা করেন, মূলত তাঁদের জন্যই কম্যান্ড হাসপাতাল ব্যবহৃত হয় বলে জানান কর্তৃপক্ষ।এই পরিস্থিতিতে নতুন করে কোনও রোগীকে ভর্তি নেওয়া সম্ভব নয় বলে আদালতে জানান কর্তৃপক্ষ।

জ্যোতিপ্রিয়কে ভর্তি নিতে চায় না কম্যান্ড হাসপাতাল, দ্বারস্থ আদালতে

কর্তৃপক্ষের বক্তব্য শুনে বিচারক প্রশ্ন তুলে বলেন, এই চেয়ার থেকে নির্দেশ দেওয়া হয়েছে। তা বদলাতে পারবেন না তিনি।একই সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষের উদ্দেশে বিচারক বলেন, আপনারা দেশকে সেবা করেন বলছেন। হাসপাতাল তো মানুষের জন্যই। কম্যান্ড কর্তৃপক্ষ এই বিষয়ে উচ্চ আদালতে যাওয়ার পরিকল্পনা করছেন বলে সূত্রের খবর।

Most Popular