রাস্তার কুকুরের থেকেও বেশি ঘোরাফেরা করছে ইডি, বৃহস্পতিবার রাজ্যজুড়ে একাধিক কংগ্রেস নেতার বাড়িতে ইডি তল্লাশির পরই এমনটাই মন্তব্য করলেন রাজস্থান মুখ্যমন্ত্রী অশোক গেহলট। তাঁর এই মন্তব্য ঘিরে তীব্র বিতর্ক শুরু হয়েছে। জয়পুরে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী অশোক গেহলট বলেন,
“রাস্তায় যে কুকুর ঘুরে বেড়ায়, তার থেকেও বেশি ঘোরাফের করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গ্যারান্টি মডেলই অনুসরণ করছেন।”মোদী সরকারকে বিঁধে গেহলট বলেন, “আমি ইডি ও সিবিআই প্রধানের কাছ থেকে সময় চেয়েছিলাম, কিন্তু এখন এরাও রাজনৈতিক অস্ত্র হয়ে উঠেছেন।
মোদীজি এটা বুঝছেন না যে ওঁর কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। এখন উনি আমাদের গ্যারান্টি মডেল অনুসরণ করছেন।” প্রসঙ্গত, বৃহস্পতিবারই সরকারি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের তদন্তে কংগ্রেস সভাপতি গোবিন্দ সিং দোতাস্রার জয়পুর ও শিকরের বাড়িতে হানা দেয়। পাশাপাশি দৌসা, হুদলা সহ একাধিক আসনের কংগ্রেস প্রার্থীদের বাড়িতেও হানা দেওয়া হয়।
একইসঙ্গে মুখ্যমন্ত্রী অশোক গেহলটের ছেলে বৈভব গেহলটকেও তলব করা হয়।ছেলেকে ইডি তলব করার পরই মুখ্যমন্ত্রী গেহলট বলেন, “দেশজুড়ে সন্ত্রাস চলছে। আমার সরকার ফেলতে পারছে না, তাই নির্বাচনের আগে আমায় ও আমার পরিবারকে নিশানা করা হচ্ছে।”