সংবাদ সংস্থা: বয়স মাত্র ১৬। দুটি হাত নেই। তবে তাতেও অদম্য! মনের জোরকে সঙ্গী করে গড়ল নজির জম্মু-কাশ্মীরের শীতল দেবী ।এশিয়ান প্যারা গেমসের আর্চারি থেকে দুটো সোনা সহ পদকের হ্যাটট্রিক করে ইতিহাস তৈরি করে ফেললেন শীতল দেবী। শুধু কি তাই, বিশ্ব আর্চারিতে তিনিই একমাত্র মেয়ে, যিনি পায়ে করে তির-ধনুক ছোড়েন।
পা দিয়ে তির-ধনুক ছুঁড়ে চলতি প্রতিযোগিতায় তিরন্দাজি বিভাগে দুটি সোনা ও একটি রুপো জিতেছে শীতল। আন্তর্জাতিক মঞ্চে শীতল হল প্রথম অ্যাথলিট, যে দুটি হাত ছাড়াই তিরন্দাজিতে তিনটি পদক জিতল।