স্টাফ রিপোর্টার: পশ্চিমের জেলাগুলিতে আগামী দুই-তিনদিনের মধ্যে ২০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামতে পারে তাপমাত্রা।আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আর বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গে আগামী দুই-তিনদিনের মধ্যে তাপমাত্রা ৩ ডিগ্রি নামতে পারে। উত্তুরে হাওয়ার প্রভাব ক্রমশ বাড়বে।
পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামতে পারে।রাতে সামান্য শীতের আমেজ থাকতে পারে। দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গেও আগামী সপ্তাহখানেক একই রকম পরিবেশ বজায় থাকবে। তবে উত্তরবঙ্গের তাপমাত্রা খুব একটা হেরফের হবে না।