স্টাফ রিপোর্টার: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রমৃত্যুর ঘটনায় ধৃত ১২ জনের বিরুদ্ধে চার্জশিট চার্জশিট জমা দিল কলকাতা পুলিশ।সূত্রের খবর,সম্প্রতি আলিপুর আদালতে জমা দেওয়া ওই চার্জশিটে ছাত্রমৃত্যুর ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা, পকসো প্রোটেকশন অব চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্সেস) এবং র্যাগিংয়ের ধারায় অভিযোগ আনা হয়েছে।
পাশাপাশি তদন্তে আরও যদি কিছু উঠে আসে, তাই ‘সাপ্লিমেন্টারি চার্জশিট’ পেশের আবেদনও করা হয়েছে বলে আদালত সূত্রে খবর।পুলিশ সূত্রের খবর, চার্জশিটে জানানো হয়েছে, প্রথমদিন থেকে ছাত্রটি হস্টেলে মানসিক ও শারীরিক নির্যাতন করা হয়েছিল।
ঘটনার দিন ছাত্রটিকে দীর্ঘক্ষণ ধরে শারিরীক ও মানসিক অত্যাচার করা হয়েছিল। যৌন নির্যাতনও করা হয়েছিল। অত্যাচারের মাত্রা এতটাই বেশ ছিল যে, ছাত্রটি আত্মহত্যার পথ বেছে নিয়েছিল।