Friday, December 8, 2023
Homeজেলাবারুইপুরে দুর্গাপুজোর বর্ণাঢ্য কার্নিভাল

বারুইপুরে দুর্গাপুজোর বর্ণাঢ্য কার্নিভাল

প্রদীপকুমার সিংহ, বারুইপুর: এবার আর লাইন দিয়ে ঠাকুর দেখা নয়, ঠাকুর আসছে লাইন দিয়ে। বারুইপুরের টংতলায় দুর্গাপুজোর কার্নিভালে এই দৃশ্য দেখা গেল। এবারই প্রথম বারের জন্য এখানে আয়োজিত হল কার্নিভাল। বারুইপুর মহকুমার মোট ২১টি ক্লাব অংশগ্রহণ করে। শুরুতেই বারুইপুর জেলা পুলিশের পক্ষ থেকে সবাইকে ট্রাফিক আইন সম্পর্কে সচেতন করা হয়।

বারুইপুরে দুর্গাপুজোর বর্ণাঢ্য কার্নিভাল

প্রথমেই আসে সেবক শিল্পী চক্রর প্রতিমা। জেলখানার মধ্যে কীভাবে দুর্গাপুজোর আয়োজন করা হয়, তা তারা তুলে ধরা হয়েছে তাদের থিমের মাধ্যমে। লস্করপুর উজ্জ্বল সংঘের পুজোর এবার ৬২ তম বর্ষ ছিল।সাহাজাদাপুর সর্দারপাড়া সর্বজনীন দুর্গোৎসব এবার ৪৯ তম বর্ষে পড়েছিল। থিম ছিল যামিনীর ভুবনে মায়ের আগমন।

বারুইপুরে দুর্গাপুজোর বর্ণাঢ্য কার্নিভাল

ঐতিহ্যের আঁধারে নতুনের আগমন। যামিনী রায়ের আঁকা ছবির ব্যবহার করে তারা। দর্শকদের সামনে নারীশক্তি নিয়ে তারা পারফর্ম করে। ফুলতলা দুর্গোৎসব কমিটির এবারের থিম ছিল নারীশক্তি। এবার ৭৩ তম বর্ষে পড়ে পল্লি উন্নয়ন সমিতির পুজো। বারুইপুর প্রগতি সংঘের পুজো ছিল ৩১ তম বর্ষের।

বারুইপুরে দুর্গাপুজোর বর্ণাঢ্য কার্নিভাল

থিম আলাপন। কেরলের কৃষ্টি, সংস্কৃতি, শিল্পকলা তারা তুলে ধরেছে।বারুইপুর রেল ময়দান কিশোর সংঘের পুজোর ৪৬ তম বর্ষে থিম আমার দুর্গা।বারুইপুর ভাইভাই সংঘের ৫৪ তম বর্ষের পুজোয় এবারের থিম ছিল জলকল্লোল। জল বাঁচানো ও জল সংরক্ষণের বার্তা দেওয়া হয়েছে। কেউ যাতে জলের জন্য কষ্ট না পায়, সেই প্রার্থনা তাদের।

বারুইপুরে দুর্গাপুজোর বর্ণাঢ্য কার্নিভাল

জয়নগর তিলিপাড়া স্পোর্টিং ক্লাবের ২৬ তম বর্ষের পুজোয় থিম ছিল নারীশক্তি। বোড়াল সুকান্ত সংঘর ৫২ তম বর্ষে থিম ছিল স্বপ্নের দেশ। চৌহাটি সূর্য সেন ব্লক দুর্গোৎসব সমিতির পুজোর ২৬ তম বর্ষে উদ্যোক্তারা লক্ষ্মীর ভান্ডারের সুফল তুলে ধরেন। নয়াবাদ হরিমন্দির দুর্গাপূজা কমিটির ১৭ তম বর্ষে থিম ছিল নীরবে কাঁদে শৈশব।

বারুইপুরে দুর্গাপুজোর বর্ণাঢ্য কার্নিভাল

রাজপুর নবীন সংঘর ১৬ তম বর্ষে ইন্দোনেশিয়ার পুরা বেড়াতন মন্দিরের আদলে ছিল তাদের মণ্ডপসজ্জা। নিমপীঠ সুকান্ত সংহতি মহিলা দুর্গোৎসব সমিতির পঞ্চম বর্ষের পুজোয় থিমহছিল ডেঙ্গু সচেতনতা ও পরিছন্ন পরিবেশ। বারুইপুর শাসন বালক সংঘর ৬৭ তম বর্ষের থিম অন্তঃশক্তি। বারুইপুর নতুনপাড়া সর্বজনীন দুর্গোৎসব কমিটির ৪৩ তম পুজোয় থিম ছিল সাবেকিয়ানার ঐতিহ্য।

বারুইপুরে দুর্গাপুজোর বর্ণাঢ্য কার্নিভাল

সপ্তপল্লি সর্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো ৪৯ তম বর্ষে পড়ে। মানববন্ধনের বার্তা দিয়েছে তারা।সাহাপাড়া ৭ ও ৮ পল্লি সর্বজনীন দুর্গোৎসব ৬০ তম বর্ষের পড়ে। চম্পাহাটির জুনিয়র স্টাফ। ৩১ তম বর্ষ। থিম অবুঝ সভ্যতার সবুজ পৃথিবী।
স্পিকার বিমান বন্দোপাধ্যায় জানান, খুব ভালো হয়েছে এই অনুষ্ঠান।

বারুইপুরে দুর্গাপুজোর বর্ণাঢ্য কার্নিভাল

জেলাশাসক সুমিত গুপ্তা জানান, জেলার সরকারি পুরস্কারপ্রাপ্ত সব পুজো জেলার কার্নিভালে অংশ না নিলেও আগামীকালের কার্নিভালে অংশ নেবে। বিধায়ক লাভলী মৈত্র, ফিরদৌসি বেগম, বিভাস সর্দার জানান, সর্বাঙ্গীন সুন্দর হয়েছে এই অনুষ্ঠান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক সুমিত গুপ্তা, বারুইপুর পুলিশ জেলার সুপার পলাশচন্দ্র ঢালি,

বারুইপুরে দুর্গাপুজোর বর্ণাঢ্য কার্নিভাল

বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়, সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তী, বিধায়ক লাভলী মৈত্র, বিভাস সর্দার, ফিরদৌসি বেগম, বিশ্বনাথ দাস। বিভাস সরদার বলেন, এই অনুষ্ঠান ভালো হয়েছে। তবে আগামী বছরে এই কার্নিভাল বারুইপুর শহরে হলে আরও অনেক মানুষ আনন্দিত হবে।

Most Popular