হেদায়তুল্লা পুরকাইত, ডায়মন্ড হারবার: এবার জেলার বিভিন্ন মহকুমা এলাকায় দুর্গাপুজোর পর দুর্গা প্রতিমা নিয়ে শোভাযাত্রা হল। বৃহস্পতিবার বিকালে ডায়মন্ড হারবার জাতীয় সড়কের ধারে হুগলি নদীর তিরে অনুষ্ঠিত হল দুর্গাপুজোর কার্নিভাল।গত কয়েক বছর ধরে দুর্গাপুজোর পর প্রতিমা নিয়ে কলকাতার রাজপথে দুর্গাপুজোর কার্নিভাল হয়ে আসছে।
বহু মানুষ তা উপভোগ করে। এ বছর থেকে কলকাতার সঙ্গে জেলার বিভিন্ন এলাকায় দুর্গা প্রতিমাগুলো নিয়ে কার্নিভাল করার ব্যবস্থা হয়। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো বৃহস্পতিবার বিকালে দক্ষিণ ২৪ পরগনা জেলার চারটি মহকুমা এলাকায় কার্নিভাল শুরু হয় ডায়মন্ড হারবার জাতীয় সড়কের ধারে হুগলি নদীর তিরে।
প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, কার্নিভালে ডায়মন্ড হারবার মহকুমা এলাকার বিভিন্ন ক্লাব থেকে মোট ১৭টি দুর্গা প্রতিমা অংশগ্রহণ করে। এই কার্নিভাল দেখতে ভিড় জমান এলাকার বাসিন্দারা। প্রতিটি ক্লাব তাদের নিজস্ব ভাবনা তুলে ধরে কার্নিভালের মাধ্যমে। সেই সঙ্গে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
কার্নিভালে উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবারের বিধায়ক পান্নালাল হালদার, পরিবহণমন্ত্রী দিলীপ মণ্ডল, মগরাহাট পূর্বর বিধায়ক নমিতা সাহা, বিধায়ক অশোক দেব, ডায়মন্ড হারবার পুরসভার চেয়ারম্যান প্রণব দাস, ভাইস চেয়ারম্যান রাজশ্রী দাস, ডায়মন্ড হারবারের মহকুমা শাসক অঞ্জন ঘোষ সহ পুলিশ আধিকারিকরা।