Friday, December 8, 2023
Homeকলকাতাএসএসকেএম-এর মর্গ থেকে বিচারাধীন বন্দির দেহ উধাও! উঠেছে প্রশ্ন

এসএসকেএম-এর মর্গ থেকে বিচারাধীন বন্দির দেহ উধাও! উঠেছে প্রশ্ন

স্টাফ রিপোর্টার: এসএসকেএম হাসপাতালের মর্গ থেকে সাজাপ্রাপ্ত বন্দির দেহ লোপাটের অভিযোগ ঘিরেপুলিশ সূত্রে খবর, ১১ বছর ধরে প্রেসিডেন্সি জেলে বন্দি ছিল বাবলু পোল্লে। বাড়িওয়ালাকে খুনের অভিযোগে বন্দি ছিল সে। প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষের তরফে জানা গিয়েছে, ষষ্ঠীর দিন জেলে আচমকা অসুস্থ হয়ে পড়ে বাবলু।

এসএসকেএম-এর মর্গ থেকে বিচারাধীন বন্দির দেহ উধাও! উঠেছে প্রশ্ন

ওইদিন এসএসকেএম হাসপাতালে তাকে নিয়ে আসা হচ্ছিল। পথেই তার মৃত্যু হয়। সপ্তমীর দিন তার মৃত্যুর খবর পরিবারকে জানায় থানা।পরিবারের অভিযোগ, থানার তরফে জানানো হয়েছিল নবমীতে বন্দির দেহ ময়নাতদন্ত করা হবে। সময়মতো সেখানে সকলে উপস্থিত ছিলেন।

এসএসকেএম-এর মর্গ থেকে বিচারাধীন বন্দির দেহ উধাও! উঠেছে প্রশ্ন

কিন্তু পরে জানা যায়, মর্গে দেহ নেই। মর্গ থেকে বের করে একাধিক ব্যক্তির দেহ দেখানো হয়। কিন্তু কোনওটাই ওই বিচারাধীন বন্দির নয় বলে দাবি পরিবারের। ভবানীপুর থানার ওসি জানান, দেহ অন্য কেউ নিয়ে গেছেন। মর্গ থেকে দেহ লোপাট ঘিরে পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুলেছে পরিবার।

এসএসকেএম-এর মর্গ থেকে বিচারাধীন বন্দির দেহ উধাও! উঠেছে প্রশ্ন

পুলিশ জেলে পিটিয়ে মেরে দেহ লোপাট করেছে এবং অঙ্গ-প্রত্যঙ্গ বিক্রি করেছে বলে অভিযোগ তুলেছে পরিবার।ইতিমধ্যেই মামলা রুজু করে তদন্ত শুরু করেছে হেস্টিংস থানার পুলিশ। শহরের অন্যতম বড় সরকারি হাসপাতালে কীভাবে এমন ঘটনা ঘটল, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

Most Popular