Friday, December 8, 2023
Homeজেলাযানজট এড়িয়ে দ্রুত স্বাস্থ্য কেন্দ্রে রোগী পৌঁছে দিতে উড়ালপুলের উদ্বোধন কুলতলিতে

যানজট এড়িয়ে দ্রুত স্বাস্থ্য কেন্দ্রে রোগী পৌঁছে দিতে উড়ালপুলের উদ্বোধন কুলতলিতে

রফিকুল ঢালি, কুলতলি: মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় কুলতলির বিধায়ক গণেশচন্দ্র মণ্ডলের বিধায়কের এলাকা উন্নয়ন তহবিল থেকে বরাদ্দ ৩৭ লক্ষ ৭০ হাজার টাকায় নির্মিত জামতলা বাজার নিমানিয়া ব্রিজ সংলগ্ন উড়ালপুলের উদ্বোধন হল বৃহস্পতিবার।

যানজট এড়িয়ে দ্রুত স্বাস্থ্য কেন্দ্রে রোগী পৌঁছে দিতে উড়ালপুলের উদ্বোধন কুলতলিতে

এর ফলে জয়নগর কুলতলি গ্রামীণ হাসপাতালের রোগী, রোগীর পরিবার পরিজন, সাধারণ মানুষজন, অ্যাম্বুলেন্স সহ একাধিক রোগী পরিবহণকারী যানবাহনের দ্রুত এবং সহজ যাতায়াতে সুবিধা হবে। উড়ালপুলের উদ্বোধন করেন কুলতলির বিধায়ক গনেশচন্দ্র মণ্ডল।

যানজট এড়িয়ে দ্রুত স্বাস্থ্য কেন্দ্রে রোগী পৌঁছে দিতে উড়ালপুলের উদ্বোধন কুলতলিতে

এছাড়াও উপস্থিত ছিলেন কুলতলি ব্লক উন্নয়ন আধিকারিক বীরেন্দ্র অধিকারী, কুলতলি পঞ্চায়েত সমিতির সভাপতি রূপা সরদার সহ একাধিক জনপ্রতিনিধি এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ। দীর্ঘদিন ধরে বিধায়কর কাছেএই উড়ালপুলের দাবি জানিয়ে আসছিলেন এলাকার মানুষজন।

যানজট এড়িয়ে দ্রুত স্বাস্থ্য কেন্দ্রে রোগী পৌঁছে দিতে উড়ালপুলের উদ্বোধন কুলতলিতে

তাঁরা জানান, এই অঞ্চলে একটি মাত্র সচল প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে সর্বদা রোগীর ভিড় লেগেই থাকে। এই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পৌঁছতে পড়ে ব্যস্ততম বাজার। সেখানে হাজার হাজার মানুষের ভিড় লেগেই থাকে। এই ভিড়ের মধ্য দিয়ে রোগীদের নিয়ে যেতে অসুবিধা হয়। দেরি হয়ে যায়। এজন্য উড়ালপুলের দাবি জানানো হয়েছিল।

যানজট এড়িয়ে দ্রুত স্বাস্থ্য কেন্দ্রে রোগী পৌঁছে দিতে উড়ালপুলের উদ্বোধন কুলতলিতে

উড়ালপুল হওয়ায় কুলতলি ব্লক আশা কর্মীদের পক্ষ থেকে বিধায়ককে সাধুবাদ জানানো হয়। তাঁদের কথায়, আমরা গর্ভবতী প্রসূতি মাকে নিয়ে খুবই তাড়াতাড়ি এবার জয়নগর কুলতলি গ্রামীণ হাসপাতালে পৌঁছতে পারব।

Most Popular