Wednesday, December 6, 2023
Homeরাজ্যহাইকোর্টের নির্দেশে পর্ষদ সভাপতিকে সিবিআই জিজ্ঞাসাবাদ

হাইকোর্টের নির্দেশে পর্ষদ সভাপতিকে সিবিআই জিজ্ঞাসাবাদ

স্টাফ রিপোর্টার: কলকাতা হাইকোর্টের নির্দেশে সিবিআই দফতরে হাজিরা দিলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল।চতুর্থীর সন্ধ্যায় প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতমকে প্রাথমিক নিয়োগ মামলায় জিজ্ঞাসাবাদের জন্য সিবিআই দফতরে যেতে বলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

হাইকোর্টের নির্দেশে পর্ষদ সভাপতিকে সিবিআই জিজ্ঞাসাবাদ

বুধবার আদালতে মুখবন্ধ খামে ওএমআর শিট নষ্ট সংক্রান্ত মামলার একটি রিপোর্ট জমা দেয় সিবিআই। সেই রিপোর্ট পড়ে বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, আমি বুঝতে পারছি না পর্ষদ কেন বারবার তদন্তে বাধা দেওয়ার চেষ্টা করছে। তাদের বিরুদ্ধে আদালত তো কোনও নির্দেশ দেয়নি।

হাইকোর্টের নির্দেশে পর্ষদ সভাপতিকে সিবিআই জিজ্ঞাসাবাদ

তার পরেও তদন্ত প্রক্রিয়া বন্ধ করতে চেয়ে তারা বারবার সুপ্রিম কোর্টে যাচ্ছে। যদিও রাজ্য সরকার এব্যাপারে কোনও পদক্ষেপ করছে না।দ্বিতীয়ার্ধে মামলাটির শুনানি শুরু হলে বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, রিপোর্ট পড়ে আমার মনে হয়েছে পর্ষদের সভাপতি গৌতম পাল ও ডেপুটি সেক্রেটারি পার্থ কর্মকারকে অবিলম্বে সিবিআইয়ের জেরা করা উচিত।

হাইকোর্টের নির্দেশে পর্ষদ সভাপতিকে সিবিআই জিজ্ঞাসাবাদ

বুধবার সন্ধ্যা ৬টার মধ্যে তাদের জেরা করতে হবে সিবিআইকে।তদন্তে সহযোগিতা না করলে তাঁদের হেফাজতে নিতে পারবে সিবিআই। এর পরই পর্ষদ সভাপতিকে সন্ধে ৬টার মধ্যে নিজাম প্যালেসে হাজির হতে বলে নির্দেশ পাঠায়।কলকাতা হাইকোর্টের নির্দেশে সিবিআই দফতরে হাজিরা দেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল।

হাইকোর্টের নির্দেশে পর্ষদ সভাপতিকে সিবিআই জিজ্ঞাসাবাদ

এদিন সময়ের আগেই সিবিআইয়ের দফতরে প্রবেশ করেন তিনি।পর্ষদের ডেপুটি সেক্রেটারি পার্থ কর্মকারও হাজিরা দিয়েছেন। চলেছে জিজ্ঞাসাবাদ।

Most Popular