স্টাফ রিপোর্টার: পর্যাপ্ত বৃষ্টিপাতের অভাবে এ বার মরসুমে চাষের বীজ বপন করতে পারেননি রাজ্যের কৃষকরা। তাই শারদোৎসবের সময়ে রাজ্যের কৃষকদের জন্য ১৯৭ কোটি টাকা ছাড়ের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার নিজের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে তিনি লিখেছেন,
‘‘২ লক্ষ ৪৬ হাজার ক্ষতিগ্রস্ত কৃষকের জন্য ১৯৭ কোটি টাকা ছাড় দেওয়া হয়েছে। যাঁরা বৃষ্টিপাতের ঘাটতির কারণে ধান বপন করতে পারেননি, তাঁদের দাবির কথা মাথায় রেখেই বাংলা শস্য বীমা (বিএসবি)-র অধীনে এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে।
এই ফসল বীমা প্রকল্পে পুরো প্রিমিয়ামের পরিমাণ পরিশোধ করার দায়িত্ব রাজ্য সরকারের। কৃষকদের কিছু দিতে হবে না।’’