স্টাফ রিপোর্টার: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করলেন ব্রাজিলীয় সুপারস্টার রোনাল্ডিনহো। কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাসভবনে সোমবার দুপুর ৩.৪৭ মিনিটে উপস্থিত হন বিশ্বজয়ী ব্রাজিল দলের সদস্য।রোনাল্ডিনহোর জন্য বাড়ির বাইরেই অপেক্ষারত ছিলেন মমতা।
রোনাল্ডিনহো উপস্থিত হতেই মুখ্যমন্ত্রী উত্তরীয় পরিয়ে স্বাগত জানান রোনাল্ডিনহোকে। ব্রাজিলীয় মহাতারকার হাতে তুলে দেন ফুটবল। সেই সময়ে উপস্থিত ছিলেন রাজ্যের তিন মন্ত্রী–অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম এবং সুজিত বসু। সেখানে ছিলেন তিন প্রধানের প্রতিনিধিরাও।
রোনাল্ডিনহোও মুখ্যমন্ত্রীকে স্মারক হিসেবে উপহার দেন ব্রাজিলের জার্সি। এদিন সকালে রাজারহাটে নিজের ফুটবল অ্যাকাডেমি পরিদর্শন করেন। সেখান থেকে শ্রীভূমিতে যান ব্রাজিলীয় মহাতারকা। মন্ত্রী সুজিত বসুর সঙ্গে ফুটবলও খেলেন তিনি।