Friday, December 8, 2023
Homeজেলাবারুইপুরে পদ্মপুকুরের ঠাকুর উদ্বোধনে ব্রাজিলের ফুটবলার রোনাল্ডিনহো

বারুইপুরে পদ্মপুকুরের ঠাকুর উদ্বোধনে ব্রাজিলের ফুটবলার রোনাল্ডিনহো

প্রদীপকুমার সিংহ, বারুইপুর: দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুরের পদ্মপুকুর ইয়ুথ ক্লাবের ১০৪ তম বর্ষের পুজোর এবারের ভাবনা মায়াজাল। কয়েকদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি এই পুজোর উদ্বোধন করলেও জনসাধারণের জন্য ফিতে কেটে ও প্রদীপ প্রজ্জ্বলন করে দর্শনার্থীদের জন্য মণ্ডপ খুলে দেওয়া হল সোমবার।

বারুইপুরে পদ্মপুকুরের ঠাকুর উদ্বোধনে ব্রাজিলের ফুটবলার রোনাল্ডিনহো

এই উপলক্ষে উপস্থিত ছিলেন বিশ্বকাপখ্যাত ব্রাজিলিয়ান ফুটবলার রোলন্ডিনহো। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় এবং চীনের ভারতীয় রাষ্ট্রদূত সহ এক বিশেষ প্রতিনিধিদল, বারুইপুর পুরসভার পৌরপ্রধান শক্তি রায়চৌধুরী, উপ পৌরপ্রধান গৌতম দাস প্রমুখ।

বারুইপুরে পদ্মপুকুরের ঠাকুর উদ্বোধনে ব্রাজিলের ফুটবলার রোনাল্ডিনহো

মঞ্চে ব্রাজিলিয়ান ফুটবল তারকা রোনাল্ডিনহো দর্শকদের উদ্দেশে হাত নাড়াতেই দর্শকরা চিৎকার করে তাঁকে সংবর্ধনা জানান। তবে এই অনুষ্ঠানে ব্রাজিলিয়ান প্রাক্তন ফুটবল তারকা বেশি সময় দিতে পারেননি। দশ মিনিটের অনুষ্ঠানে এসে দর্শকদের মন আপ্লুত করে দেন।

বারুইপুরে পদ্মপুকুরের ঠাকুর উদ্বোধনে ব্রাজিলের ফুটবলার রোনাল্ডিনহো

সোমবার বিশ্বকাপার তথা ব্রাজিলিয়ান প্রাক্তন ফুটবল তারকা প্রথমে আসেন দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুরে গ্রিন পার্ক সর্বজনীন দুর্গাপুজোর শুভ সূচনা করেন। এখানে এবার মণ্ডপের থিম হয়েছে ফুটবল স্টেডিয়াম। এখানেও বহু দর্শক প্রাক্তন ফুটবল বিশ্বকাপারকে দেখার জন্য মুখিয়ে ছিল। প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তার আঁটোসাঁটো ব্যবস্থা করা হয়েছিল।

Most Popular