রফিকুল ঢালি, কুলতলি: কলকাতায় মুদি দোকানের সামগ্রী কিনতে যাওয়ার পথে রাস্তায় আগ্নেয়াস্ত্র দেখিয়ে গাড়ি দাঁড় করিয়ে পরপর দু’টি গাড়ি থেকে ৭ লক্ষ টাকা লুটের অভিযোগ উঠল। অভিযোগ, গাড়ির ড্রাইভার ও খালাসিকে বেধড়ক মারধর করা হয়। একজনের মাথা ফাটে ও অন্য আরেকজন আহত।
রাত আড়াইটে নাগাদ কুলতলি থানার জামতলা বাজারের কয়েকজন ব্যবসায়ী তাঁদের মুদি দোকানের সামগ্রী কিনতে কলকাতার উদ্দেশে রওনা দিয়েছিলেন। দু’টি মোটরবাইক নিয়ে হঠাৎই ননী হালদারের মোড়ের কাছে পথ আটকায় দুষ্কৃতীরা। তাঁদের কাছ থেকে টাকা লুট করে পালিয়ে যায়।
পালানোর সময় শূন্যে চার রাউন্ড গুলি ছোঁড়ে। এই ঘটনায় কুলতলি থানায় অভিযোগ দায়ের করেছেন গাড়ির মালিক ও ব্যবসায়ীরা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে কুলতলি এলাকায়। আতঙ্ক বেড়েছে ব্যবসায়ী মহলে।