অমিত মণ্ডল, বকখালি: হাতে গোনা আর কয়েকটা দিন বাকি। তারপরেই বাঙালির আবেগ, বাঙালির অপেক্ষা, সবকিছুরই অবসান ঘটিয়ে মা আসতে চলেছেন। শুরু হতে চলেছে বাঙালির শ্রেষ্ঠ দুর্গোৎসব। এই উৎসবের মাঝেই অন্ধকার নেমে এসেছে বকখালিতে। বকখালির কলোনিপাড়ার বাসিন্দা পূর্ণচন্দ্র বরের পরিবারে এখন চলছে ছেলেকে বাঁচানোর লড়াই।
পূর্ণচন্দ্রবাবুর ছোট ছেলে বছর সাতাশের যুবক জয় ভুগছেন কঠিন ব্যাধিতে। তাঁকে সুস্থ করে তুলতে এখন প্রয়োজন লক্ষাধিক টাকা। মাসদুয়েক আগে হঠাৎই জয়ের খাদ্যনালীতে ছিদ্র ধরা পড়ে। ফলে কোন কিছুই সে খেতে পারছে না। এরপরই পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় দেখানোর পরে অবশেষে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ হাসপাতালে তার অপারেশন করান।
অপারেশনের পরেই আবারো শরীরে ধরা পড়ে বড়সড় অসুখ। খাদ্যনালীতে মাংস বেড়ে যাওয়ার কারণে তার আবারো অপারেশন করতে হবে। আর যা করতে খরচ হবে প্রায় দু’ লক্ষ টাকা। অভাবের সংসার। জয়ের বাবা পূর্ণচন্দ্রবাবু একটি দোকানে শ্রমিকের কাজ করেন। যেটুকু রোজগার হয়, তা দিয়ে কোনওরকমে সংসারটুকু চলে।
জয়ের অপারেশনের জন্য প্রয়োজন দু’ লক্ষ টাকা। কী করবেন, কোথায় যাবেন, কিছুই বুঝে উঠতে পারছে না বর পরিবার। কিন্তু জয়কে যে বাঁচাতেই হবে। এই ভাবনা নিয়ে সকলের সাহায্য চাইছেন জয়ের বাবা এবং মা। যদিও জয়ের বন্ধুরা কিছুটা হলেও তাঁর পাশে দাঁড়িয়েছেন।
জয়ের বন্ধুরা নিজেরা চাঁদা তুলে কিছুটা সাহায্যের হাত বাড়িয়েছেন। কিন্তু জয়ের অপারেশন করতে তো আরও অনেক টাকা দরকার। সে টাকা আসবে কোথা থেকে? কিছুই বুঝে উঠতে পারছেন না তাঁর বন্ধুরাও। তাই সকলের সাহায্য চাইছেন।
এই উৎসবের মাঝে জয়ও চাইছেন সকলের মতো দুর্গাপুজোয় তিনিও আনন্দ করতে।
কিন্তু অপারেশনের এত টাকা তাঁর পরিবার কীভাবে জোগাড় করবেন। যদি কেউ জয়ের পাশে দাঁড়াতে চান, তাহলে তাঁকে সাহায্য করতে পারেন। জয়ের পরিবারের সঙ্গে যোগাযোগ নম্বর— ৬২৯৬৯৭৯৬১৪ ।