অলিম্পিকে ফিরল ক্রিকেট।১২৮ বছর পর। ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ক্রিকেটকে অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রসঙ্গত, লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে পাঁচটি নতুন গেমস অন্তর্ভুক্ত হচ্ছে। তার একটি হল ক্রিকেট। প্রসঙ্গত, ১৯০০ সালে শেষবার প্যারিস অলিম্পিকে ক্রিকেট দেখা গিয়েছিল।
১২৮ পর তা ফের ফিরল।গত শুক্রবার আন্তর্জাতিক অলিম্পিক কমিটি ক্রিকেটকে অন্তর্ভুক্ত করার প্রস্তাবে সম্মতি দিয়েছিল। সোমবার ভোটাভুটির মাধ্যমে তাতে সিলমোহর দেওয়া হয়। ২০২৮ সালের অলিম্পিকে পুরুষ ও মহিলাদের ক্রিকেট খেলা হবে টি২০ ফরম্যাটে।
তবে শুধু ক্রিকেট নয়, বেসবল/সফ্টবল, ফ্ল্যাগ ফুটবল, ল্যাকরোসে ও স্কোয়াশ অন্তর্ভুক্ত হচ্ছে ২০২৮ অলিম্পিকে। এই খবরে আনন্দ প্রকাশ করেছে আইসিসি। ভারতে এখন বিশ্বকাপ চলছে। তার মধ্যেই এল এই সুখবর।