Friday, December 8, 2023
Homeরাজ্যবিদেশে পড়তে গিয়ে বাঙালি ছাত্রীর রহস্যমৃত্যু

বিদেশে পড়তে গিয়ে বাঙালি ছাত্রীর রহস্যমৃত্যু

স্টাফ রিপোর্টার: বিদেশে পড়তে গিয়ে প্রাণ গেল রাজ্যের এক পড়ুয়ার। মৃতার নাম রোশনি দাস। দুর্গাপুরের ডিপিএল টাউনশিপের বাসিন্দা ছিলেন তিনি। জুলজি অনার্সের পর বায়োটেকনোলজিতে স্নাতকোত্তর করেছিলেন। এরপর ২০১৮ সালে সুইডেনে পাড়ি দেন। সেখানে উমেয়া বিশ্ববিদ্যালয়ে নিউরো সায়েন্স নিয়ে গবেষণা করছিলেন।

বিদেশে পড়তে গিয়ে বাঙালি ছাত্রীর রহস্যমৃত্যু

রোশনির মা মমতা দাস জানিয়েছেন, শেষবার ২৯ সেপ্টেম্বর মেয়ের সঙ্গে কথা হয়েছিল। তার পর থেকে তাঁর মোবাইল, ইন্টারনেট বন্ধ ছিল। ১৩ তারিখ ভবানীভবনের তরফে ইমেল মারফত রোশনির মৃত্যুর খবর জানানো হয় পরিবারকে। পুলিশ সূত্রে খবর, সুইডেন সরকার ভারতীয় তরুণীর অস্বাভাবিক মৃত্যুর খবর ভারতীয় দূতাবাসে জানায়।

বিদেশে পড়তে গিয়ে বাঙালি ছাত্রীর রহস্যমৃত্যু

এর পর ভারতীয় দূতাবাস, বিশ্ববিদ্যালয়ের তরফে লালবাজারে এই খবর জানানো হয়েছিল। প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর কাছে রোশনির মার আর্জি, রোশনির দেহ দেশে ফেরানোর ব্যবস্থা করুক। যাতে মেয়ের শেষকৃত্য করতে পারে পরিবার।

বিদেশে পড়তে গিয়ে বাঙালি ছাত্রীর রহস্যমৃত্যু

কীভাবে মেয়ের মৃত্যু হল, তা ঘিরে একেবারেই ধোঁয়াশায় মা ও গোটা পরিবার। যে বা যারা তরুণীর মৃত্যুর জন্য দায়ি, তাদেরও কড়া শাস্তির দাবি জানিয়েছেন তিনি।

Most Popular