প্রদীপকুমার সিংহ, বারুইপুর: এ বছর বিভিন্ন জেলায় দুর্গাপুজোর পর দুর্গাঠাকুর নিয়ে কার্নিভাল হবে। ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতো দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর মহকুমা এলাকার দুর্গাঠাকুর নিয়ে একটি কার্নিভাল হবে বারুইপুরের টংতলা এলাকায়।
শনিবার সেই টংতলা এলাকা পরিদর্শনে যান বারুইপুরের মহাকুমা শাসক সুমন পোদ্দার, বারুইপুর পুলিশ জেলার সুপার পলাশকান্তি ঢালী, বারুইপুরের এসডিপিও অতীশ বিশ্বাস, বারুইপুরের ডিএসপি (ট্রাফিক) সৌম্যশান্ত পাহাড়ির সহ প্রশাসনের আধিকারিকরা।মহাকুমা শাসক সুমন পোদ্দার সাংবাদিকদের জানান, বারুইপুর মহকুমা এলাকার সোনারপুর উত্তর,
সোনারপুর দক্ষিণ, বারুইপুর পূর্ব, বারুইপুর পশ্চিম, জয়নগর এবং ভাঙড় এলাকার দুর্গাপুজো হয়ে যাওয়ার পর ২৬ অক্টোবর টংতলাতে কার্নিভাল হবে। এই কার্নিভালে ২০ থেকে ২৫ টি পুজো কমিটির দুর্গাঠাকুর অংশ গ্রহণ করবে। কুলতলি এলাকার দুর্গাঠাকুর যাবে ক্যানিং এলাকায়।