Friday, December 8, 2023
Homeজেলাদুর্গা পূজার কার্নিভাল নিয়ে বারুইপুরে জরুরী মিটিং

দুর্গা পূজার কার্নিভাল নিয়ে বারুইপুরে জরুরী মিটিং

বিশ্ব সমাচার, বারুইপুর : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন ২৮ অক্টোবর দুর্গা প্রতিমা নিয়ে কার্নিভাল হবে রেড রোডে এবং সব জেলায় কার্নিভাল হবে ২৬ অক্টোবর। সেই সঙ্গে ঘোষণা করেছিলেন উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা যেহেতু বড় জেলা, এই জেলা গুলির কয়েকটি মহকুমায় কার্নিভাল হবে।

দুর্গা পূজার কার্নিভাল নিয়ে বারুইপুরে জরুরী মিটিং

সেই কারণে দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুরের মহকুমা শাসক সুমন পোদ্দার এবং বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার পলাশ চন্দ্র ঢালীর নেতৃত্বে একটি বৈঠক করা হয়। রবিবার এই প্রশাসনিক বৈঠক হয় বারুইপুর পুলিশ জেলার অফিসে। এই বৈঠকে উপস্থিত ছিলেন, বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিভাস সরদার,

দুর্গা পূজার কার্নিভাল নিয়ে বারুইপুরে জরুরী মিটিং

সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ীকা ফিরদৌসী বেগম, জয়নগর বিধানসভার বিধায়ক বিশ্বনাথ দাস, বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার ইন্দ্র বদন ঝাঁ, অতিরিক্ত পুলিশ সুপার জোনাল পার্থ ঘোষ, এসডিপিও অতীশ বিশ্বাস, বারুইপুর ট্রাফিক বিভাগের ডিএসপি সৌম্য শান্ত পাহাড়ি, সহ বিভিন্ন আধিকারিকরা।

দুর্গা পূজার কার্নিভাল নিয়ে বারুইপুরে জরুরী মিটিং

এই বৈঠকে আলোচনা হয় প্রতিটি পুজো কমিটি থেকে ৩টি করে গাড়ি থাকবে। সব মিলিয়ে ২০ থেকে ২৫টি দুর্গা প্রতিমার গাড়ি এই কার্নিভালে অংশগ্রহণ করবে। কার্নিভাল শুরু হবে ৪টের সময়। প্রতিটি পুজো কমিটি ৩ থেকে ৪ মিনিট সময় পাবে সাংস্কৃতিক অনুষ্ঠান দেখানোর।

দুর্গা পূজার কার্নিভাল নিয়ে বারুইপুরে জরুরী মিটিং

বারুইপুর পূর্ব ও পশ্চিম থেকে ১০টি পুজো কমিটির দুর্গা প্রতিমা থাকবে, নরেন্দ্রপুর ও সোনারপুর থেকে ৫টি করে এবং জয়নগরের দুটি পুজো কমিটি দুর্গা প্রতিমা এই কার্নিভালে থাকবে। তবে পরে এই সংখ্যা বাড়তেও পারে। সাধারণ মানুষের জন্য জলের ব্যবস্থা ও টয়লেটের ব্যবস্থা থাকবে।

দুর্গা পূজার কার্নিভাল নিয়ে বারুইপুরে জরুরী মিটিং

প্রত্যেক পুজো কমিটি গুলিকে ১টার মধ্যে কার্নিভালে অংশগ্রহণ করতে হবে। সবার সম্মতিতে বারুইপুর টংতলায় পূজার কার্নিভাল হবে বলে ঠিক করা হয়।

Most Popular