Wednesday, December 6, 2023
Homeরাজ্যট্যাক্স বাকি থাকলে এবার মিলবে না পলিউশন সার্টিফিকেট

ট্যাক্স বাকি থাকলে এবার মিলবে না পলিউশন সার্টিফিকেট

স্টাফ রিপোর্টার: ট্যাক্স বকেয়া থাকলে এবার আর গাড়ির ধোঁয়া পরীক্ষা করা যাবে না। মিলবে না পলিউশন সার্টিফিকেট। গাড়ির বকেয়া কর আদায়ে কড়া নির্দেশিকা জারি করল পরিবহণ দপ্তর। আগামী ১ নভেম্বর থেকে নতুন নিয়ম কার্যকর হচ্ছে।পাশাপাশি ধোঁয়া পরীক্ষাকেন্দ্রগুলোর ক্ষেত্রেও বেশ কিছু নির্দেশিকা জারি করা হয়েছে।

ট্যাক্স বাকি থাকলে এবার মিলবে না পলিউশন সার্টিফিকেট

সেগুলোতে নতুন সফটওয়‌্যার লাগানো হচ্ছে। অতীতে অনেকক্ষেত্রেই টাকা দিলেই দূষণ সংক্রান্ত সার্টিফিকেট মিলে যেত। কিন্তু এখন সেটা আর হবে না। এখন ধোঁয়া পরীক্ষাকেন্দ্রে গাড়ি নিয়ে যাওয়া বাধ‌‌্যতামূলক। কারণ সেখান দূষণ পরীক্ষার প্রক্রিয়াটি ভিডিও করতে হবে।

ট্যাক্স বাকি থাকলে এবার মিলবে না পলিউশন সার্টিফিকেট

এবং ছবি তুলে তা ‘বাহন’ সফটওয়‌্যারে তুলতে হবে। সবকিছু ঠিক থাকলে তারপরই মিলবে সার্টিফিকেট।একইসঙ্গে বলা হয়েছে, দূষণের মাত্রা মাপার আগেই গাড়ির মালিককে টাকা জমা দিতে হবে। কারণ অতীতে দেখা গিয়েছে, গাড়ি দূষণ পরীক্ষায় ফেল করলে টাকা না দিয়ে চম্পট দেন সেই গাড়ির চালক।

ট্যাক্স বাকি থাকলে এবার মিলবে না পলিউশন সার্টিফিকেট

ফলে সমস‌্যায় পড়েন ওই ধোঁয়া পরীক্ষা কেন্দ্রের মালিকরা। তাই টাকা পাওয়ার জন‌্য বাধ‌্য হয়েই তাঁরা জাল সার্টিফিকেট বানিয়ে দেন তখন। এই সমস‌্যা এড়াতেই এবার পরীক্ষার আগেই টাকা দেওয়ার কথা বলা হয়েছে।

Most Popular