Friday, December 8, 2023
Homeজেলাবাঁধের দাবিতে ইছামতী থেকে সাগর উপকূলে বিক্ষোভ

বাঁধের দাবিতে ইছামতী থেকে সাগর উপকূলে বিক্ষোভ

রবীন্দ্রনাথ সামন্ত, কাকদ্বীপ: সুন্দরবন নদীবাঁধ-জীবন-জীবিকা রক্ষা কমিটির পক্ষ থেকে আজ, রবিবার ইছামতী থেকে সাগর উপকূল বাঁধে বিক্ষোভ কর্মসূচি নেওয়া হয়েছে। বসিরহাট, হিঙ্গলগঞ্জ, সন্দেশখালি, গোসাবা, বাসন্তী, ক্যানিং, কুলতলি, জয়নগর ২ নং, রায়দিঘি, পাথরপ্রতিমা, কাকদ্বীপ, নামখানা, সাগরদ্বীপ,

বাঁধের দাবিতে ইছামতী থেকে সাগর উপকূলে বিক্ষোভ

কুলপি, ডায়মন্ড হারবার, ফলতা-সহ উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার ১৯টি ব্লকে এই কর্মসূচি পালিত হবে। নদী, সমুদ্রের উপকূলবর্তী বাজার ব্যবসায়ী সমিতি, ক্লাব, শিক্ষাঙ্গন, পুজো কমিটি, মসজিদ কমিটি এই বিক্ষোভ কর্মসূচিতে নদীবাঁধে দাঁড়িয়ে দাবি তুলবে ত্রাণ চাই না, বাঁধ চাই।

বাঁধের দাবিতে ইছামতী থেকে সাগর উপকূলে বিক্ষোভ

মহিলারা শঙ্খধ্বনিতে সরকারকে আহ্বান জানাবেন শুখা মরসুমে স্থায়ী সুউচ্চ বাঁধ নির্মাণের অর্থ দেওয়ার। শুভ সূচনা হবে সকাল ৬টায় বসিরহাটে ইছামতীকুলে পরিবেশবিদ ড. নারায়ণ দাসের মাধ্যমে। কুলতলির কৈখালিতে উপস্থিত থাকবেন নদী বিশেষজ্ঞ ড. কানাইলাল দাস। গোসাবায় থাকবেন কমিটির সভাপতি শিক্ষক অনাথ মাইতি।

বাঁধের দাবিতে ইছামতী থেকে সাগর উপকূলে বিক্ষোভ

এছাড়া বিভিন্ন স্থানে স্থানীয় প্রধান শিক্ষক, শিক্ষক, অধ্যাপক, পরিবেশবিদ, বিভিন্ন ক্লাব, ব্যবসায়ী সমিতির সভাপতিরা। পাথরপ্রতিমা জি প্লটে থাকবেন দক্ষিণ ২৪ পরগনা কমিটির সম্পাদক অশোক শাসমল। সমাপ্তি ঘটাবেন সাগরদ্বীপে প্রাক্তন প্রধান শিক্ষক কমিটির সহ-সভাপতি অজিত সাহু।

Most Popular