Friday, December 8, 2023
Homeরাজ্যটানা বৃষ্টি না হলে নভেম্বরে ডেঙ্গির বিদায়, বলচ্ছেন চিকিৎসকেরা

টানা বৃষ্টি না হলে নভেম্বরে ডেঙ্গির বিদায়, বলচ্ছেন চিকিৎসকেরা

স্টাফ রিপোর্টার: নিম্নচাপের টানা বৃষ্টিতে দু’সপ্তাহ আগে কলকাতা পুর এলাকায় ১২৭৬ জন ডেঙ্গি আক্রান্তের সংখ্যা গত সপ্তাহে বেড়ে হয়েছে ১৩৬৭। তবে টানা বৃষ্টি থেমে যাওয়ায় মশাবাহিত এই রোগের প্রকোপ এ বার কমতে পারে বলে অনুমান চিকিৎসকদের।রাজ্যে চলতি বছরের জানুয়ারি থেকে এখনও পর্যন্ত ডেঙ্গি আক্রান্তের মোট সংখ্যা ৫০ হাজার পেরিয়েছে।

টানা বৃষ্টি না হলে নভেম্বরে ডেঙ্গির বিদায়, বলচ্ছেন চিকিৎসকেরা

মারা গিয়েছেন ৬২ জনের মতো। বেসরকারি সূত্রে এই পরিসংখ্যান মিললেও রাজ্য স্বাস্থ্য দফতর কার্যত মুখে কুলুপ এঁটে আছে। যদিও প্রায় প্রতিদিনই রাজ্যে এক বা একাধিক জনের যে ডেঙ্গিতে মৃত্যু ঘটছে, তাঁদের বেশির ভাগই সরকারি হাসপাতালের রোগী।সরকারি ও বেসরকারি হাসপাতালের বাস্তব চিত্র বলছে, ডেঙ্গি পরিস্থিতি এখন স্থিতাবস্থায়।

টানা বৃষ্টি না হলে নভেম্বরে ডেঙ্গির বিদায়, বলচ্ছেন চিকিৎসকেরা

কোথাও রোগী ভর্তি সামান্য কমেছে, কোথাও একই রকম।এখনই রোগী ভর্তি একেবারে কমে গিয়েছে, এমনটা বলতে চান না পিয়ারলেস হাসপাতালের কর্তা, চিকিৎসক সুদীপ্ত মিত্র। তাঁর কথায়, ‘‘রোগী ভর্তি কমার প্রবণতার প্রাথমিক পর্ব শুরু হয়েছে। গত বারের প্রবণতা দেখে বলা যায়, নভেম্বর থেকে আক্রান্তের সংখ্যা কমার সম্ভাবনা রয়েছে।’’

টানা বৃষ্টি না হলে নভেম্বরে ডেঙ্গির বিদায়, বলচ্ছেন চিকিৎসকেরা

আগামী সাত দিন বৃষ্টি না হলে আক্রান্তের সংখ্যা কমবে বলেই মত চিকিৎসকদের।পুজোর মধ্যে আর যদি বৃষ্টি না হয়, তা হলে ডেঙ্গির লেখচিত্র নিম্নমুখী হওয়ার প্রবণতা শুরুর কথা বলছেন পতঙ্গবিদ অমিয়কুমার হাটি। তিনি বলেন, ‘‘এখন একটা স্থিতাবস্থা চলছে। পরবর্তী পরিস্থিতি নির্ভর করছে বৃষ্টির উপরে। বৃষ্টি না হলে নভেম্বরের মাঝামাঝির মধ্যে ডেঙ্গি পুরোপুরি চলে যাবে।’’

Most Popular