Wednesday, December 6, 2023
Homeরাজ্যএবার দুর্গাপুজো উদ্যোক্তাদের টাকা দেবে বিজেপিও!

এবার দুর্গাপুজো উদ্যোক্তাদের টাকা দেবে বিজেপিও!

স্টাফ রিপোর্টার: এবার দুর্গাপুজো উদ্যোক্তাদের টাকা দেবে বঙ্গ বিজেপিও! তবে রাজ্যের সব পুজোকে অনুদান নয়, ‘বিজেপি’র পুজোকে আর্থিক অনুদান দেবে গেরুয়া শিবির। গেরুয়া সূত্রে খবর, ইতিমধ্যে ১ হাজারেরও বেশি আবেদন জমা পড়েছে। তার মধ্যে থেকে ৪২৫টি পুজো নির্বাচন করা হয়েছে।

এবার দুর্গাপুজো উদ্যোক্তাদের টাকা দেবে বিজেপিও!

তবে সেই সংখ্যাটা আরও বাড়বে।কেউ পাবে ৩০ হাজার টাকা, কেউ পাবে ৫০ হাজার টাকা, কেউ ৮০ হাজার টাকা পাচ্ছে। ১ লক্ষ বা তার বেশি টাকা দেওয়া হচ্ছে কয়েকটি পুজো মণ্ডপকে।

Most Popular