Friday, December 8, 2023
Homeরাজ্যলোকসভার আগে এবার ময়দানে নামছে ‘অভিষেকের দূত’

লোকসভার আগে এবার ময়দানে নামছে ‘অভিষেকের দূত’

স্টাফ রিপোর্টার: পঞ্চায়েতের প্রাক্কালে মাঠে বিশেষ কর্মসূচি নিতে দেখা গিয়েছিল ঘাসফুল শিবিরকে। মাঠে নেমেছিল দিদির দূতেরা। সাংসদ থেকে বিধায়ক, সভাধিপতি থেকে জেলা প্রেসিডেন্ট, জেলা চেয়ারম্যান, দলীয় মুখপাত্ররা কোমর বেঁধে নেমে পড়েছিলেন ময়দানে। আম-আদমির দরজায় দরজায় ঘুরে শুনছিলেন তাঁদের সমস্যার কথা।

লোকসভার আগে এবার ময়দানে নামছে ‘অভিষেকের দূত’

নানাবিধ সরকারি প্রকল্পের কথা তুলে ধরছিলেন সাধারণ মানুষের কাছে। এবার চব্বিশের নির্বাচনের আগে ময়দানে নামছে ‘অভিষেকের দূত’। তৃণমূল কংগ্রেস সূত্রে খবর, হাওড়া শহরের প্রত্যেকটি ওয়ার্ডে এবং গ্রামীণ এলাকার প্রত্যেকটি পঞ্চায়েতে যুব তৃণমূল কংগ্রেস কর্মীদের নিয়ে এই ‘ডেডিকেটেড টিম’ তৈরি হচ্ছে।

লোকসভার আগে এবার ময়দানে নামছে ‘অভিষেকের দূত’

মানুষের স্বার্থে এই টিম কাজ করবে। তাই তাঁদের জন্য পিঠে ‘অভিষেকের দূত’ লেখা বিশেষ গেঞ্জিও তৈরি করা হয়েছে। ওই গেঞ্জি পরেই রাস্তায় সাধারণ মানুষের পাশে থাকবেন যুব তৃণমূল কংগ্রেসের কর্মীরা।আজ মহালয়ার দিন থেকেই শুরু হতে চলেছে এই কর্মসূচি। এটা শুরু হওয়ার পর কেমন হচ্ছে বিষয়টি দেখে রাজ্যের অন্যান্য প্রান্তেও করা হবে ‘‌অভিষেকের দূত’‌ কর্মসূচি।

লোকসভার আগে এবার ময়দানে নামছে ‘অভিষেকের দূত’

তৃণমূল কংগ্রেস সূত্রে খবর, দুর্গাপুজোর সময় বিভিন্ন রাস্তার মোড়ে দলের যুবকর্মীরা ক্যাম্প করে বসে থাকবেন। সেখানে সাধারণ মানুষেরা সমস্যায় পড়ে এলে তাঁদের সাহায্যের হাত বাড়িয়ে দেবেন অভিষেকের দূতেরা। যে কোনও সমস্যায় সবসময় পাশে থাকবেন দূতরা। রাস্তা চিনতে না পারা,

লোকসভার আগে এবার ময়দানে নামছে ‘অভিষেকের দূত’

হারিয়ে যাওয়া, বাস না পেলে সাহায্য করা, ঝামেলায় পড়লে হাত বাড়িয়ে দেওয়া–সহ নানা অসুবিধায় সাহায্য করবেন এই অভিষেকের দূতরা। এমনকী কেউ তৃষ্ণার্থ হলে তাঁকে মুখের কাছে জলও ধরবেন এই দূতরা। গোটা দুর্গাপুজোয় এই ডেডিকেটেড টিম কাজ করবে।

Most Popular