Friday, December 8, 2023
Homeজেলাবারুইপুরে রক্ষাকালী মন্দিরের উপরে বৈদ্যুতিক তারে আগুন

বারুইপুরে রক্ষাকালী মন্দিরের উপরে বৈদ্যুতিক তারে আগুন

বিশ্ব সমাচার, বারুইপুর: বারুইপুর রেলগেটে রক্ষাকালী মন্দিরের উপরে ইলেকট্রিক তারে আগুন লাগায় ব্যবসায়ীদের খুবই অসুবিধায় পড়তে হয়। বৃহস্পতিবার রাত ন’টা নাগাদ আগুন লাগে। যদিও ক্ষয়ক্ষতি কিছুই হয়নি। স্থানীয় বাসিন্দারা ট্রান্সফরমার থাকায় ইলেকট্রিক লাইনের সংযোগ বিচ্ছিন্ন করেন।

বারুইপুরে রক্ষাকালী মন্দিরের উপরে বৈদ্যুতিক তারে আগুন

তারপর জল দিয়ে আগুন নিভিয়ে দেয়। পরে খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন আসে। তার আগেই স্থানীয় বাসিন্দারা আগুন নিভিয়ে দিয়েছেন। আগেও এই জায়গায় বেশ কয়েকবার আগুন লেগেছে।

বারুইপুরে রক্ষাকালী মন্দিরের উপরে বৈদ্যুতিক তারে আগুন

এই জায়গায় ভালো তার না দিলে আগামী দিন বড় দুর্ঘটনার আশঙ্কা করেন স্থানীয় বাসিন্দারা। বিদ্যুৎ দপ্তরের কর্মীরা এসে নতুন তারে বিদ্যুতের লাইন টেনে যান।

Most Popular