Friday, December 8, 2023
Homeজেলাপুজোর পোশাকের বাজেট ছেঁটে, টিফিনের টাকা বাঁচিয়ে বই কিনল সোনারপুরের ছাত্রীরা

পুজোর পোশাকের বাজেট ছেঁটে, টিফিনের টাকা বাঁচিয়ে বই কিনল সোনারপুরের ছাত্রীরা

প্রদীপকুমার সিংহ, সোনারপুর: পুজোর পোশাকের বাজেট ছেঁটে এবং বাড়ি থেকে টিফিনের জন্য বরাদ্দ টাকায় বই কিনল সরকারি স্কুলের পড়ুয়ারা। পুজোর ঠিক মুখে ছুটি পড়ার আগে ছাত্রছাত্রীদের বইমুখী করতে বইমন মেলার আয়োজন করে সোনারপুরের একটি সরকারি গার্লস স্কুল৷

পুজোর পোশাকের বাজেট ছেঁটে, টিফিনের টাকা বাঁচিয়ে বই কিনল সোনারপুরের ছাত্রীরা

সেই বইমেলা থেকেই ছাত্রীরা সত্যজিৎ রায়, অবনীন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর, আচার্য জনদীশচন্দ্র বসু, ষষ্ঠীপদ চট্টোপাধ্যায় সহ বিভিন্ন লেখকের নানা বই কেনে তারা৷সামনেই পুজোর লম্বা ছুটি৷ স্কুলের ছাত্রীরা ক্রমশ মোবাইলমুখী হয়ে পড়েছে৷ পড়ার বই তো বটেই, গল্পের বই, গোয়েন্দা গল্প বা কল্পবিজ্ঞানের গল্প এখন আর খুব একটা টানে না বর্তমান প্রজন্মকে৷

পুজোর পোশাকের বাজেট ছেঁটে, টিফিনের টাকা বাঁচিয়ে বই কিনল সোনারপুরের ছাত্রীরা

ছাত্রীদের বইমুখী করে তুলতে সোনারপুরের কামরাবাদ গার্লস স্কুলের পক্ষ থেকে স্কুলের মধ্যেই একটি বইমন মেলার আয়োজন করা হয়৷ সেই মেলাতেই ছাত্রীদের উপযোগী নানা বই রাখা হয়৷ স্কুলের সামনে এমন বইমেলা পেয়ে খুশি ছাত্রীরাও৷ বই হাতে নিয়ে নতুন বইয়ের গন্ধ শুঁকে কয়েকলাইন পড়ার পর পছন্দ হলে তবেই সেই বই সংগ্রহ করল তারা৷

পুজোর পোশাকের বাজেট ছেঁটে, টিফিনের টাকা বাঁচিয়ে বই কিনল সোনারপুরের ছাত্রীরা

এরজন্য অনেকেই পুজোর নতুন জামাকাপড়ের বাজেট কাঁটছাঁট করেছে৷ অনেকেই আবার টিফিনের টাকা বাঁচিয়ে এদিন বই কেনে৷ ছাত্রছাত্রীদের এই উৎসাহে খুশি স্কুলের টিচাই ইনচার্জ সোমা ঘোষ ৷ তিনি বলেন, আগামী দিনে এই বইমেলা তিনদিন ধরে করার ইচ্ছে আছে৷

Most Popular