স্টাফ রিপোর্টার: বৃষ্টি মাথায় নিয়ে এবারের দুর্গাপুজোর ঘুরতে হবে না। বরং এবার পুজোর সময় পশ্চিমবঙ্গের অধিকাংশ জেলার আবহাওয়া শুষ্ক থাকবে।শুক্রবার আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, তৃতীয়া থেকে ষষ্ঠী পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলার আবহাওয়া শুষ্ক থাকবে।কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই।
একটি পশ্চিমী ঝঞ্জার কারণে শুধুমাত্র তৃতীয়া ও চতুর্থীতে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে।নবমী এবং দশমীতে কয়েকটি জেলায় খুব হালকা বৃষ্টি হতে পারে।শুধু তাই নয়, আগেরবারের মতো এবারের পুজোর দরদর করে ঘামতেও হবে না বলে আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে।