Friday, December 8, 2023
Homeজেলাপাথরপ্রতিমায় কৃষক স্বার্থে বিডিওর কাছে স্মারকলিপি

পাথরপ্রতিমায় কৃষক স্বার্থে বিডিওর কাছে স্মারকলিপি

রবীন্দ্রনাথ সামন্ত, পাথরপ্রতিমা: এসইউসিআই (কমিউনিস্ট) দলের কৃষক সংগঠনের পাথরপ্রতিমা ব্লক কমিটির পক্ষ থেকে বিডিওর কাছে ডেপুটেশন দেওয়া হল। তাদির দাবিসমূহ— ১) ফসলের ন্যায্য দাম চাষিকে দিতে হবে, ২) সারের কালোবাজারি বন্ধ করতে হবে,

পাথরপ্রতিমায় কৃষক স্বার্থে বিডিওর কাছে স্মারকলিপি

৩) ত্রিপাক্ষিক চুক্তি ভঙ্গ করে পানচাষিদের থেকে গোছ ৫০টির বেশি নেওয়া আড়তদারদির গ্ৰেপ্তার করতে হবে, ৪) সুন্দরবনে শুখা মরসুমে স্থায়ী সুউচ্চ নদীবাঁধ নির্মাণ করতে হবে। দলের কাকদ্বীপ সাংগঠনিক জেলা কমিটির সম্পাদক নারায়ণ হালদার বলেন,

পাথরপ্রতিমায় কৃষক স্বার্থে বিডিওর কাছে স্মারকলিপি

চাষিদের এইসব ন্যায্য দাবির পাশাপাশি স্মার্ট মিটার বসিয়ে বিদ্যুৎ গ্ৰাহকদের স্বার্থ হরণকারী প্রিপেড মিটার বসানোরও আমরা বিরোধিতা করছি। আগামী দিনে আরও জোরদার আন্দোলন চলবে। রামগঙ্গার সভায় বক্তব্য রাখেন বিদ্যুৎ গ্ৰাহক সমিতির দক্ষিণ ২৪ পরগনা জেলা কমিটির সহ-সভাপতি দিব্যেন্দু মুখার্জিও।

Most Popular