ইজরায়েলে আটকে পড়া ২১২ জন ভারতীয় ফিরলেন দেশে।সূত্রের খবর, শুক্রবার সকালে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছয় ‘অপারেশন অজয়ে’র প্রথম চার্টার উড়ানটি। প্রথম দফায় ২১২ জন ভারতীয় নাগরিক ফিরলেন দেশে। তার মধ্যে এক শিশু ও ২১১ জন প্রাপ্তবয়স্ক নাগরিক আছেন।
তাঁদের স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় তথ্য–প্রযুক্তি বিভাগের রাষ্ট্রমন্ত্রী রাজীব চন্দ্রশেখর। বৃহস্পতিবার, স্থানীয় সময় রাত ১০টা ১৪ মিনিটে, তেল আভিভের বেন গুরিয়ন বিমানবন্দর থেকে দিল্লির উদ্দেশে রওনা দিয়েছিল বিমানটি। প্রসঙ্গত, ভারতীয় দূতাবাসের তরফে ইজরায়েলে থাকা ভারতীয়দের নির্দেশ দেওয়া হয়েছিল যে,
যাঁরা আগে আসবেন, তাঁরা আগে বিমানে আসন পাবেন। বিমানের সীমিত সংখ্যক আসনের জন্য প্রথম দফায় ২১২ জনকে ইজরায়েল থেকে ফিরিয়ে আনা হল। এদিকে, এখনও বহু ভারতীয় অপেক্ষায় রয়েছেন। তাঁদেরও শীঘ্রই ফিরিয়ে আনা হবে বলে জানা গেছে।