Wednesday, December 6, 2023
Homeরাজ্যশিক্ষক, পুলিশে বড় সংখ্যক নিয়োগ রাজ্যে, সিদ্ধান্ত মন্ত্রিসভায়

শিক্ষক, পুলিশে বড় সংখ্যক নিয়োগ রাজ্যে, সিদ্ধান্ত মন্ত্রিসভায়

স্টাফ রিপোর্টার: দুর্গাপুজোর আগেই কয়েকশো শিক্ষক নিয়োগের সিদ্ধান্তে সিলমোহর দিল রাজ্য মন্ত্রিসভা।কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাসভবনে মন্ত্রিসভার বৈঠক ছিল বৃহস্পতিবার।সেই বৈঠক শেষে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সাংবাদিকদের মুখোমুখি হন। তিনি বলেন, “আজ বৈঠকে আমাদের বিদ্যালয় শিক্ষা দফতরের অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শিক্ষক, পুলিশে বড় সংখ্যক নিয়োগ রাজ্যে, সিদ্ধান্ত মন্ত্রিসভায়

উর্দু মাধ্যম বিদ্যালয়ের জন্য প্যারা টিচার ও পার্ট টাইম টিচার চাওয়া হয়েছিল। সেই মতো প্যারা টিচার ও পার্ট টাইম টিচার পদের সৃষ্টি ও পূরণের প্রস্তাব আজ গৃহীত হয়েছে।” ব্রাত্য জানান, উর্দু অ্যাকাডেমির সঙ্গে কথা বলে কতগুলি শূন্যপদ তৈরি করা হবে তার সিদ্ধান্ত গৃহীত হবে। তবে তিনি জানান, বড় সংখ্যক নিয়োগ হবে।

শিক্ষক, পুলিশে বড় সংখ্যক নিয়োগ রাজ্যে, সিদ্ধান্ত মন্ত্রিসভায়

এছাড়া উত্তরবঙ্গের জেলাগুলিতে ১৯৮টি রাজবংশী স্কুলে ৩৯৪ জন পার্শ্ব শিক্ষক ও ৩৮৫ জন্য অশিক্ষক কর্মী পদে নিয়োগের প্রস্তাব করা হচ্ছে বলে জানান ব্রাত্য। আঞ্চলিক ভাষার বিকাশে বিশেষ জোর দিচ্ছে শিক্ষা দফতর। নেপালি, রাজবংশী, কামতাপুরী, সাঁওতালি ভাষার প্রচার ও প্রসারের জন্য

শিক্ষক, পুলিশে বড় সংখ্যক নিয়োগ রাজ্যে, সিদ্ধান্ত মন্ত্রিসভায়

‘রাইট টু এডুকেশন অ্যাক্ট’-এর আওতায় নতুন একটি বিভাগ বা শাখা তৈরি হচ্ছে বলে জানান তিনি।পাশাপাশি পুরমন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম জানান, ‘‘মোট ১২ হাজার কনস্টেবল নিয়োগ করা হবে। তাঁদের মধ্যে ৮,৪০০ জন পুরুষ এবং ৩,৬০০ জন মহিলা।’’

শিক্ষক, পুলিশে বড় সংখ্যক নিয়োগ রাজ্যে, সিদ্ধান্ত মন্ত্রিসভায়

তিনি জানিয়েছেন, ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে হবে নিয়োগ। রাজ্য পুলিশের বাহিনী এতে আরও শক্তিশালী হবে বলে মনে করছে শাসক শিবির। যদিও বিরোধীরা মনে করছে, এ সব ‘গিমিক’ ছাড়া কিছু নয়।

Most Popular