Friday, December 8, 2023
Homeরাজ্যলটারির ছাপাখানায় তল্লাশি ইডির, রাজ্যজুড়ে হানা আয়কর দফতরেরও

লটারির ছাপাখানায় তল্লাশি ইডির, রাজ্যজুড়ে হানা আয়কর দফতরেরও

স্টাফ রিপোর্টার: ইডি-সিবিআই-এর পর এবার রাজ্যজুড়ে আয়কর হানা। কলকাতা ও জেলার একাধিক জায়গায় আয়কর দফতরের আধিকারিকরা তল্লাশি চালাচ্ছেন। তল্লাশি চলছে কলকাতার একটি ব্যবসায়ীক প্রতিষ্ঠানে। অন্যদিকে, নদিয়া ও শিলিগুড়িতেও আয়কর দফতরের আধিকারিকরা তল্লাশি চালাচ্ছে। হিসাব বহির্ভূত সম্পত্তির হদিশ মিলেছে একাধিক ব্যবসায়ীর।

লটারির ছাপাখানায় তল্লাশি ইডির, রাজ্যজুড়ে হানা আয়কর দফতরেরও

তার ভিত্তিতেই অতর্কিতে হানা কেন্দ্রীয় এজেন্সির।পাশাপাশি, বৃহস্পতিবার সকালে একটি লটারির ছাপাখানায় হানা দেয় ইডি।ইডির দাবি, একাধিক তৃণমূল নেতা লটারির জিতেছেন। সেই লটারির জয়ের টাকা গিয়েছে তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে।তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল ও তাঁর কন্যার অ্যাকাউন্টে একাধিক বার লটারি জয়ের টাকার ঢুকেছে।

লটারির ছাপাখানায় তল্লাশি ইডির, রাজ্যজুড়ে হানা আয়কর দফতরেরও

তারই তদন্ত করতে বৃহস্পতিবার মধ্যমগ্রামের সুকান্ত নগরে একটি লটারির ছাপাখানা হানা দেয় ইডি।এদিন সকালে ছয়টি গাড়ি নিয়ে দশ-বারো জনের একটি দল ছাপাখানায় ঢোকে। কারখানা বন্ধ করে শুরু হয় তল্লাশি।তল্লাশি কারণ হিসাবে তৃণমূল নেতাদের একাধিকবার একটি নির্দিষ্ট কোম্পানি থেকে লটারি জয়ের রহস্য অনুসন্ধান বলে মনে করা হচ্ছে।

লটারির ছাপাখানায় তল্লাশি ইডির, রাজ্যজুড়ে হানা আয়কর দফতরেরও

কী ভাবে তাঁরা একাধিকবার লটারি জিতলেন তা তদন্ত করে বার করার চেষ্টা করছে ইডি। এর সঙ্গে ছাপাখানার কোনও যোগ আছে কিনা তা বোঝার চেষ্টা করেছে তদন্তকারী আধিকারিকরা।এদিকে, রাজ্যে রেশন দুর্নীতির অভিযোগের তদন্তে নেমেছে ইডি। আর সেই তদন্তের সূত্রেই তারা ম্যারাথন তল্লাশি অভিযান চালায় কলকাতার এক হোটেল ব্যবসায়ীর ফ্ল্যাট এবং হোটেলে।

লটারির ছাপাখানায় তল্লাশি ইডির, রাজ্যজুড়ে হানা আয়কর দফতরেরও

সূত্রের খবর, বাকিবুর রহমান নামে ওই ব্যবসায়ী একজন ‘প্রভাবশালী ঘনিষ্ঠ’। ইডি তাঁর পাশাপাশি তাঁর ঘনিষ্ঠের বাড়িতেও তল্লাশি শুরু করে।ইডি সূত্রে খবর, বাড়িতে তল্লাশির পাশাপাশি টানা জেরাও করা হয় বাকিবুরকে।এই বাকিবুর রাজ্যের রেশন দুর্নীতির সঙ্গে জড়িত বলেও তদন্তকারীদের অনুমান। সূত্রের খবর, বাকিবুরের একটি চালকল রয়েছে।

লটারির ছাপাখানায় তল্লাশি ইডির, রাজ্যজুড়ে হানা আয়কর দফতরেরও

ওই সংক্রান্ত একাধিক নথিও পাওয়া গিয়েছে। তাই ইডি কোনও ফাঁক রাখতে চাইছে না।বৃহস্পতিবার বাকিবুরের পাশাপাশি তাঁর ঘনিষ্ঠ অনুচরের বাড়িতেও শুরু হয় ইডির তল্লাশি। বাকিবুরের ওই ঘনিষ্ঠের নাম অভিষেক বিশ্বাস। বাড়ি চিনার পার্কে। ইডি সূত্রে জানা গিয়েছে, সেখানে গিয়ে কেন্দ্রীয় গোয়েন্দারা তল্লাশির পাশাপাশি জেরাও করা হয় অভিষেককে।

Most Popular