Friday, December 8, 2023
Homeজেলাভ্যানচালকদের নিয়ে সিটুর সম্মেলন পাথরপ্রতিমায়

ভ্যানচালকদের নিয়ে সিটুর সম্মেলন পাথরপ্রতিমায়

রবীন্দ্রনাথ সামন্ত, পাথরপ্রতিমা: বৃহস্পতিবার পাথরপ্রতিমায় অনুষ্ঠিত হল সিটুর সম্মেলন। দুর্বাচটি আঢ্য বাজার থেকে বাসন্তী বাজার রুটির ভ্যানচালকদের নিয়ে সম্মেলনটি অনুষ্ঠিত হয় আঢ্য বাজারে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিটুর রাজ্য সম্পাদক আশুতোষ দে , কোষাধ্যক্ষ বাপি মুখার্জি, পাথরপ্রতিমা ব্লকের সিটুর ব্লক ও আঞ্চলিক নেতৃত্ব।

ভ্যানচালকদের নিয়ে সিটুর সম্মেলন পাথরপ্রতিমায়

শতাধিক সদস্য উপস্থিত ছিলেন। এদিনের সম্মেলনে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়েছে এবং সংগঠনকে মজবুত করার জন্য আগামী দিনের বিভিন্ন রূপরেখা তৈরি করা হয়েছে বলে জানান নবনির্বাচিত সম্পাদক সাইবুল খাঁ ও সভাপতি বঙ্কিম দাস।

Most Popular