Friday, December 8, 2023
Homeজেলাবিয়ে পিছিয়ে যাওয়ায় যুবক আত্মঘাতী কুলপিতে

বিয়ে পিছিয়ে যাওয়ায় যুবক আত্মঘাতী কুলপিতে

সানওয়ার হোসেন, কুলপি: সম্পর্কের টানাপড়েনের জেরে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলেন প্রেমিক যুবক। এই ঘটনাকে কেন্দ্র করে জোর আলোড়ন ছড়িয়েছে দক্ষিণ ২৪ পরগনার কুলপির রামনগর এলাকায়। প্রেমিকের বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে কুলপি থানার পুলিশ। মৃতের নাম বিক্রম হালদার (২৩)।

বিয়ে পিছিয়ে যাওয়ায় যুবক আত্মঘাতী কুলপিতে

স্থানীয় রাজারামেরচক গ্রামের বাসিন্দা।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিক্রম কলকাতার মুকুন্দপুরে একটি অনলাইন শপিং স্টোরে কাজ করতেন। বছরখানেক আগে স্থানীয় বৈদ্যহাট এলাকার বাসিন্দা এক ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর অক্টোবর মাসের প্রথমেই তাঁদের বিয়ে করার কথা ছিল।

বিয়ে পিছিয়ে যাওয়ায় যুবক আত্মঘাতী কুলপিতে

কিন্তু পরীক্ষার কারণে বিয়ের দিন পিছিয়ে দিয়েছিলেন প্রেমিকা। কিন্তু বিয়ে করতে কার্যত নাছোড়বান্দা ছিলেন বিক্রম।তবে মৃতের পরিবারের অভিযোগ, বিয়ে করার জন্য চাপ দেওয়াতে সম্পর্ক রাখতে অস্বীকার করেন প্রেমিকা। সেই থেকে মানসিক অবসাদে ভুগছিলেন বিক্রম। এরপর রাতে ঘরের দরজা বন্ধ করে গলায় গামছার ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন তিনি।

বিয়ে পিছিয়ে যাওয়ায় যুবক আত্মঘাতী কুলপিতে

বুধবার সকালে ঘরের ভিতর থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। এই ঘটনায় প্রেমিকার বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন মৃতের পরিবার এবং এলাকাবাসীরা।বৃহস্পতিবার মৃতের পরিবারের তরফে কুলপি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।
পরিবারের অভিযোগ, প্রেমের সম্পর্ক তৈরি করে তাঁদের ছেলের কাছ থেকে নানা সময়ে বিভিন্ন জিনিস হাতিয়ে নিত ওই মেয়েটি।

বিয়ে পিছিয়ে যাওয়ায় যুবক আত্মঘাতী কুলপিতে

পরবর্তীতে তাঁরা জানতে পারেন, মেয়েটির অন্য ছেলের সঙ্গে সম্পর্ক রয়েছে। বিয়ের দিন নির্ধারিত করেও বাতিল করেছে মেয়েটি। তখনই ছেলেটি চাপ দিতে থাকে বিয়ের জন্য। কিন্তু মেয়েটি বিয়ে না করতে চাওয়ায় আত্মহত্যার পথ বেছে নেন বিক্রম।অন্যদিকে, মেয়ে তাঁদের সম্পর্কের কথা স্বীকার করেছেন।

বিয়ে পিছিয়ে যাওয়ায় যুবক আত্মঘাতী কুলপিতে

তাঁর পরিবারের বক্তব্য, বিক্রম ও মেয়ের সম্পর্ক তাঁরা জানতেন। মনে মনে মেনেও নিয়েছিলেন। কিন্তু, স্কুলে পরীক্ষার কারণে মেয়ে বিয়ে করতে চায়নি এই মুহূর্তে। সেকথা বোঝানো হয়েছিল বিক্রমকে। ও বুঝতে চায়নি। প্রেমিকা ও তাঁর পরিবার জানান, বিক্রম এই সিদ্ধান্ত না নিতে পারত।

Most Popular