ফের ভয়াবহ রেল দুর্ঘটনা।বালেশ্বরের পর এবার বিহারের বক্সারের রঘুনাথপুর স্টেশনের কাছে লাইনচ্যুত হয় ১২৫০৬ ডাউন নর্থ ইস্ট এক্সপ্রেসের ৬টি কামরা।শেষ পাওয়া খবর অনুযায়ী, দুর্ঘটনায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৫ জনের।রেল সূত্র খবর, রাত পৌনে ১০টা নাগাদ বিহারের বক্সার জেলার রঘুনাথপুর স্টেশনের কাছে লাইনচ্যুত হয় ট্রেনটির ছ’টি বগি।
ট্রেনটি দিল্লির আনন্দ বিহার থেকে কামাক্ষ্যার দিকে যাচ্ছিল। দুর্ঘটনার খবর জানা জানি হতেই ঘটনাস্থলে এসে জমায়েত হন স্থানীয় বাসিন্দারা। এসে পৌঁছয় জাতীয় এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং রেলের আধিকারিকরা।এই দুর্ঘটনার ফলে ওই লাইনে আপাতত ট্রেন চলাচল বন্ধ ছিল।
বাতিল করা হয়েছে বেশ কয়েকটি ট্রেন। যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে বহু ট্রেনের। বক্সারের ডুমরাওয়ের মহকুমাশাসক কুমার পঙ্কজ জানিয়েছেন, এখনও পর্যন্ত চার জনের মৃত্যুর পাওয়া গিয়েছে। মৃতের সংখ্যা বাড়তে পারে। আহত শতাধিক। রাত দু’টো নাগাদ রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এক্স পোস্টে জানিয়েছেন, উদ্ধারকাজ শেষ।
সব বগি খতিয়ে দেখা হয়েছে। অপূরণীয় ক্ষতির জন্য গভীর সমবেদনা। ট্রেন লাইনচ্যুত হওয়ার মূল কারণ তারা খুঁজে বার করবেন। দুর্ঘটনাগ্রস্থ ১২৫০৬ ডাউন নর্থ-ইস্ট এক্সপ্রেসের যাত্রীদের অন্য ট্রেনে বসানো হয়েছে এবং রেলের তরফ থেকে তাদের জন্য খাবার ও জলের ব্যবস্থা করা হয়েছে।
এই দুর্ঘটনার উপর নজর রাখছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাও। পূর্ব-মধ্য রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক বীরেন্দ্র কুমার জানিয়েছেন, উদ্ধার করে সকলকে দুর্ঘটনাস্থল থেকে বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।