স্টাফ রিপোর্টার: পিতৃপক্ষে দুর্গাপুজোর উদ্বোধন করায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র ভর্ৎসনা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার নন্দীগ্রামের ভেকুটিয়ায় নদীবাঁধ পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শুভেন্দু লেন, ‘এরা হচ্ছে জালি হিন্দু। পিতৃপক্ষে কোনও শুভ কাজ হয় না।
এই সময় মানুষ পিতৃপুরুষের স্মৃতিতে পিণ্ড দান করতে গয়ায় যান। সনাতন ধর্ম, পঞ্জিকা, শাস্ত্রকে ধ্বংস করছে মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এটাকে একটা সাংস্কৃতিক অনুষ্ঠানে পরিণত করছেন। মদ খাও, ডিস্কো নাচ করো, যা খুশি করো, কিন্তু পুজো করার দরকার নেই। আরতি, পুষ্পাঞ্জলি, পঞ্জিকা, শাস্ত্র এসব মানার দরকার নেই।
একশ্রেণির জালি হিন্দু আর তথাকথিত সেকু আর মাকুদের জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় সাহসটা দেখাতে পারছেন’।ধর্মপ্রাণ হিন্দুদের বিরোধী দলনেতার অনুরোধ, ‘আমি অনুরোধ করব যারা অঞ্জলি দেন, সংকল্প রাখেন, তাঁরা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠান বয়কট করুন। গ্রামীণ পুজোগুলো এত আগে হয় না।
টাকা পাবে কোথা থেকে। ৭০ হাজার টাকা একদিনে খরচ হয়ে যায়’।তিনি বলেন, ‘আমাদের এখানে ষষ্ঠীর আগে পুজো শুরু হয় না। কোথাও কোথাও বড় বাজেটের পুজো পঞ্চমী থেকে শুরু হয়। পঞ্চমী কব? ১৯ তারিখ, আজকে ১২ তারিখ। আপনি ৮ দিন আগে পুজোর উদ্বোধন করছেন। এই চণ্ডীপুরে ২টো পুজো আছে।
দেখে আসুন তো মণ্ডপের কাজ শেষ হয়েছে কি না। ঠাকুর পর্যন্ত হয়নি, চক্ষুদান হয়নি। জোর করে পুলিশকে দিয়ে, জেলাশাসককে দিয়ে এসব করাচ্ছে। সমস্ত হল অসম্পূর্ণ মূর্তি, অসম্পূর্ণ প্যান্ডেল। এটা হিন্দু সমাজের লজ্জা, লজ্জা, লজ্জা’।