Wednesday, December 6, 2023
Homeজেলাকুলতলিতে ঘর থেকে গৃহবধূর দেহ উদ্ধার

কুলতলিতে ঘর থেকে গৃহবধূর দেহ উদ্ধার

রফিকুল ঢালি, কুলতলি: ঘর থেকে এক গৃহবধূর দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতার নাম সারথি বাছাড়(৫৫)। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে কুলতলি থানার দেউলবাড়ি দেবীপুর গ্রাম পঞ্চায়েতের কাঁটামারী এলাকায়। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। গৃহবধূর মেয়ে সুশীলা নস্কর বলেন, আমরা চার বোন কলকাতায় থাকি।

কুলতলিতে ঘর থেকে গৃহবধূর দেহ উদ্ধার

মা একা থাকতেন। কয়েকদিন ধরেই মায়ের সঙ্গে ফোনে যোগাযোগ করা যাচ্ছিল না। এদিন বাড়িতে এসে দেখি, মায়ের দেহ পড়ে আছে ঘরে। মাকে খুন করা হয়েছে। মায়ের মোবাইলের হদিশও নেই।সুশীলা নস্কর কুলতলি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ তদন্ত শুরু করেছে।

Most Popular