স্টাফ রিপোর্টার: ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষা হবে নতুন সিলেবাস মেনে। সে কথা মাথায় রেখেই নতুন সিলেবাস কমিটি গঠন করল স্কুল শিক্ষা দফতর। বিজ্ঞপ্তি জারি করে নতুন সিলেবাস কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন বঙ্গবাসী কলেজের অধ্যাপক উদয়ন বন্দ্যোপাধ্যায়।
শুধুমাত্র চেয়ারম্যান পদেই নয়, সিলেবাস কমিটিতেও বিস্তর রদবদল করা হয়েছে। আপাতত এক বছরের জন্য এই কমিটি তৈরি করা হয়েছে। শিক্ষা দফতর সূত্রে খবর, প্রয়োজনে এই সিলেবাস কমিটির মেয়াদ বাড়ানো হতে পারে।২০২৪ সালের মাধ্যমিক পরীক্ষা হবে পুরোনো সিলেবাস মেনেই।
তাই এ বছরের মাধ্যমিক পরীক্ষার সিলেবাসে কোনও বদল হব না। তবে ২০২৫ সালের মাধ্যমিকের সিলেবাস তৈরির কাজ এখন থেকেই এই কমিটি শুরু করে দেবে।