বিশ্ব সমাচার, কাকদ্বীপ : ভরসন্ধ্যায় ব্যস্ত কাকদ্বীপ শহরে হঠাৎই ইলেকট্রিক পোস্টে বিদ্যুতের ঝলকানি। আর এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ছড়িয়ে পড়লো চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে, বুধবার সন্ধ্যা ৭টা নাগাদ দক্ষিণ ২৪ পরগনা জেলার কাকদ্বীপের বাসস্ট্যান্ডের কাছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ১১৭ নম্বর জাতীয় সড়কের পাশে কাকদ্বীপের বাসস্ট্যান্ডের কাছে একটি বৈদ্যুতিক খুঁটিতে ব্লাস্ট হতে থাকে। চারিদিকে ছড়িয়ে পড়ে আগুনের ঝলকানি। সঙ্গে সঙ্গে রাস্তার উপরে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। খবর দেওয়া হয় কাকদ্বীপ থানায় ও ইলেকট্রিক অফিসে।
সঙ্গে সঙ্গে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। যদিও কিছু সময় পর আবার যান চলাচল শুরু হয়। ইলেকট্রিক অফিসের কর্মীরা মেরামত করার পর বিদ্যুৎ চলে আসে এবং পরিস্থিতি স্বাভাবিক হয়।
তবে এই ঘটনা থেকে আগুন ছড়িয়ে পড়তে পারে ভেবে দমকল বিভাগে খবর দেওয়া হয়। পরে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে আসে। যদিও দমকলের ইঞ্জিন আসার আগে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়।