Friday, December 8, 2023
Homeজেলাহাইকোর্টের নির্দেশে ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ বাঘের আক্রমণে মৃতের কৈখালির পরিবারকে

হাইকোর্টের নির্দেশে ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ বাঘের আক্রমণে মৃতের কৈখালির পরিবারকে

রফিকুল ঢালি, কুলতলি: অবশেষে ক্ষতিপূরণের ৫ লক্ষ টাকা পেল গোপালগঞ্জ গ্রাম পঞ্চায়েতের কৈখালির বাসিন্দা মৎস্যজীবী লখাই নস্করের স্ত্রী শান্তিবালা নস্কর। গত ৩ অক্টোবর কলকাতা হাইকোর্টের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য তাঁর রায়ে বলেছিলেন, শান্তিবালাদেবীর স্বামী লক্ষিন্দর (লখাই) নস্কর বাঘের আক্রমণে সুন্দরবনের কোথায় মারা গেছেন, সেটা আদৌ গুরুত্বপূর্ণ নয়।

হাইকোর্টের নির্দেশে ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ বাঘের আক্রমণে মৃতের কৈখালির পরিবারকে

কোর বা বাফার এলাকা যেখানেই মারা যাক, ক্ষতিপূরণ দিতে হবে। বাঘের আক্রমণে মারা গেছেন, এটা প্রমাণ হলেই ক্ষতিপূরণ দিতে হবে। যদি তিনি আইনও ভেঙে থাকেন, তবুও ক্ষতিপূরণ থেকে বঞ্চিত করা যাবে না। এপিডিআরের উদ্যোগে এই প্রথম আদালতের রায়ে ক্ষতিপূরণ দিতে বাধ্য হল বনদপ্তর।

হাইকোর্টের নির্দেশে ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ বাঘের আক্রমণে মৃতের কৈখালির পরিবারকে

সুন্দরবনের মানুষ দু’হাত তুলে এপিডিআর কর্মীদের আশীর্বাদ জানালেন। বুধবার ক্যানিং বনদপ্তরের অফিসে ডেকে এনে অফিসাররা ৫ লক্ষ টাকার চেক শান্তিবালাদেবীর হাতে তুলে দেন। এপিডিআরের উদ্যোগে করা এই মামলায় শান্তিবালাদেবীর আইনজীবী ছিলেন কৌশিক গুপ্ত।

হাইকোর্টের নির্দেশে ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ বাঘের আক্রমণে মৃতের কৈখালির পরিবারকে

তিনি এপিডিআরের আইনজীবী। এদিন বনদপ্তরের অফিসে শান্তিবালাদেবীকে নিয়ে গিয়েছিলেন মিঠুন মণ্ডলের নেতৃত্বে এপিডিআর কর্মীরা। হাইকোর্টের আদেশ ছিল, ১৩ অক্টোবরের মধ্যেই ক্ষতিপূরণের টাকা মিটিয়ে দিতে হবে। নির্দিষ্ট সময়ের আগেই বনদপ্তর টাকা মিটিয়ে দেওয়ায় মিঠুন মণ্ডল ও শান্তিবালাদেবী বনদপ্তরের কর্মীদের ধন্যবাদ জানান।

হাইকোর্টের নির্দেশে ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ বাঘের আক্রমণে মৃতের কৈখালির পরিবারকে

আগামী দিনে বনদপ্তরের কর্মীদের কাছ থেকে একই রকম সহযোগিতা আশা করেন বলে তাঁরা উপস্থিত সাংবাদিকদের জানান। এদিন মিঠুন মণ্ডল জানান, সুন্দরবনে আরও বহু পরিবার আছে, যাদের বাড়ির লোক বাঘ বা কুমিরের আক্রমণে নিহত বা আহত হয়েছেন। কিন্তু কোনও ক্ষতিপূরণ পায়নি মৃতের পরিবার।

হাইকোর্টের নির্দেশে ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ বাঘের আক্রমণে মৃতের কৈখালির পরিবারকে

মিঠুন সবার কাছে আবেদন জানান, এরকম পরিবারগুলি কাগজপত্র সহ এপিডিআরের সঙ্গে যোগাযোগ করলে তারা ক্ষতিপূরণ আদায়ের লড়াইয়ে তাঁদের সহযোগিতা করবে। তাঁদের পাশে থাকবে।

Most Popular