Thursday, December 7, 2023
Homeজেলাবাড়ির সামনে বন্দুক দেখিয়ে ৫ লক্ষ টাকা ছিনতাই বারুইপুরে

বাড়ির সামনে বন্দুক দেখিয়ে ৫ লক্ষ টাকা ছিনতাই বারুইপুরে

বিশ্ব সমাচার, বারুইপুর: বাড়ির সামনে বন্দুক দেখিয়ে ছিনতাই হল লক্ষাধিক টাকা৷ সাড়ে ৫ লক্ষ টাকা নিয়ে চম্পট দিয়েছে অভিযুক্তরা ৷ ঘটনাটি ঘটেছে বারুইপুর থানার অন্তর্গত হরিহরপুর গ্রাম পঞ্চায়েতের কায়স্থ পাড়ায়৷ এই ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বারুইপুর থানায়৷ অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে বারুইপুর থানার পুলিশ৷

বাড়ির সামনে বন্দুক দেখিয়ে ৫ লক্ষ টাকা ছিনতাই বারুইপুরে

একটি গ্যাস ডিস্ট্রিবিউশন সংস্থার ম্যানেজার কনক বোস ও সহকারী ম্যানেজার ভোজন রায়ের বাড়ি বারুইপুর থানার কায়স্থ পাড়ায় দু’জনেই একই বাইকে কাজ সেরে মঙ্গলবার সন্ধ্যায় বাড়ি ফিরছিলেন৷ সোনারপুর থানার অন্তর্গত হরিনাভিতে তাঁদের গ্যাসের দোকান ছিল।

বাড়ির সামনে বন্দুক দেখিয়ে ৫ লক্ষ টাকা ছিনতাই বারুইপুরে

ম্যানেজার কনক বোসের কাছে সারাদিনের গ্যাস বিক্রির প্রায় সাড়ে ৫ লক্ষ টাকা ছিল৷ সেই টাকা বুধবার ব্যাঙ্কে জমা করার কথা ছিল৷ বাড়ি আসার কিছুটা আগে সহকারী ম্যানেজার তাঁর বাইক থেকে নেমে যান৷ মেন রাস্তা ছেড়ে বাড়ির গলির রাস্তা ধরেন কনকবাবু৷ কিছুটা এসেই দেখেন রাস্তায় তিন যুবক৷

বাড়ির সামনে বন্দুক দেখিয়ে ৫ লক্ষ টাকা ছিনতাই বারুইপুরে

একজনের মাথায় হেলমেট, বাকি দু’জনের মুখ রুমালে বাঁধা। কনকবাবু বাইক থামাতেই একজন তাঁর পিঠে বন্দুক ও আরেকজন গলায় ভোজালি ঠেকায়। তাঁর কাছে থাকা টাকার ব্যাগ ও মানিব্যাগ, ড্রাইভিং লাইসেন্স, এটিএম কার্ড নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। চিৎকার করে ওঠেন কনকবাবু।

বাড়ির সামনে বন্দুক দেখিয়ে ৫ লক্ষ টাকা ছিনতাই বারুইপুরে

ঘর থেকে বেরিয়ে আসেন প্রতিবেশীরা৷ যদিও অভিযুক্তরা বাইক নিয়ে চম্পট দেয়৷ খবর পেয়ে ঘটনাস্থলে আসে বারুইপুর থানার পুলিশ৷ এর আগে কনকবাবুর কাছ থেকেই গত ২২ জানুয়ারি ৫ লক্ষ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে৷ বারবার ছিনতাইয়ের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে৷

বাড়ির সামনে বন্দুক দেখিয়ে ৫ লক্ষ টাকা ছিনতাই বারুইপুরে

গ্যাস ডিস্ট্রিবিউশন সংস্থার ডিলার সৌম্যদীপ্ত পাল জানান, বারবার ছিনতাইয়ের ঘটনা ঘটায় ব্যবসা চালানো সমস্যাজনক হয়ে উঠেছ ৷ খবর পেয়ে ঘটনাস্থলে আসেন হরিহরপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান কমল মিত্র৷ পুলিশ ঘটনার তদন্ত করছে বলে জানান তিনি।

Most Popular