Friday, December 8, 2023
Homeজেলাদীর্ঘদিন এলাকায় জল জমে, পুর প্রতিনিধিদের সামনে বাসিন্দাদের ক্ষোভ প্রকাশ বারুইপুরে

দীর্ঘদিন এলাকায় জল জমে, পুর প্রতিনিধিদের সামনে বাসিন্দাদের ক্ষোভ প্রকাশ বারুইপুরে

প্রদীপকুমার সিংহ, বারুইপুর: বহুদিন ধরে এলাকায় জল জমে থাকায় পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা পুরসভাতে বার বার আবেদন জানিয়েও কাজ না হওয়ায় বুধবার পুরসভার প্রতিনিধিরা ক্ষোভের মুখে পড়লেন। এদিন পুর প্রতিনিধিরা এলাকাতে গেলে স্থানীয় ভাসিন্দারা ক্ষোভ উগরে দেন।

দীর্ঘদিন এলাকায় জল জমে, পুর প্রতিনিধিদের সামনে বাসিন্দাদের ক্ষোভ প্রকাশ বারুইপুরে

ঘটনাটি ঘটেছে বারুইপুর পুরসভার চার নম্বর ওয়ার্ডের দত্তপাড়া সপ্তর্ষিপল্লি এলাকায়।
মঙ্গলবার বাসিন্দারা বারুইপুর পরসভাতে মাস পিটিশন করে জমা দিয়েছিলেন। সেই কারণে এদিন পুরসভার কয়েকজন কাউন্সিলর এলাকা পরিদর্শনে গেলে সাধারণ মানুষ ক্ষোভ উগরে দেন।

দীর্ঘদিন এলাকায় জল জমে, পুর প্রতিনিধিদের সামনে বাসিন্দাদের ক্ষোভ প্রকাশ বারুইপুরে

ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অপরাজিতা দাসের বাবা দুর্গা দাস ওই ওয়ার্ডের সভাপতি তথা প্রাক্তন বিজেপি কাউন্সিলর প্রীতম দাসের নামে দোষ দেন। তাঁর অভিযোগ, উনি কোনও কাজ করেননি এখানে। কিন্তু বিজেপির প্রাক্তন কাউন্সিলর প্রীতম দাস বলেন, আমাকে এখানে কোনও কাজ করতে দেওয়া হয়নি।

Most Popular