Friday, December 8, 2023
Homeখেলাআইপিএলের ঝামেলা ভুলে হাসিমুখে হ্যান্ডশেক বিরাট ও নবীনের, ফ্যানদের বারণ করলেন উপহাস...

আইপিএলের ঝামেলা ভুলে হাসিমুখে হ্যান্ডশেক বিরাট ও নবীনের, ফ্যানদের বারণ করলেন উপহাস করতে

খাতায়কলমে ভারত বনাম আফগানিস্তানের ম্যাচ হচ্ছে। কিন্তু দিল্লিতে যাবতীয় উত্তেজনার কেন্দ্রবিন্দুতে ছিল বিরাট কোহলি বনাম নবীন-উল-হকের দ্বৈরথ। যে দু’জনের মধ্যে আইপিএলের সময় তুমুল ঝামেলা হয়েছিল। বিতর্কের জল বহু দূর গড়িয়েছিল। তবে সেই জল গড়িয়ে বিশ্বকাপে পৌঁছাল না।

আইপিএলের ঝামেলা ভুলে হাসিমুখে হ্যান্ডশেক বিরাট ও নবীনের, ফ্যানদের বারণ করলেন উপহাস করতে

বরং দিল্লিতে ম্যাচের মধ্যেই হাসিমুখে একে অপরের সঙ্গে হাত মেলালেন বিরাট এবং নবীন। শুধু তাই নয়, বিরাটের হাত ধরে ছিলেন আফগানিস্তানের তারকা। তাঁর পিঠ চাপড়ে দেন ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট। দু’জনেই দু’জনের দিকে ‘থাম্বস আপ’ দেখান।

আইপিএলের ঝামেলা ভুলে হাসিমুখে হ্যান্ডশেক বিরাট ও নবীনের, ফ্যানদের বারণ করলেন উপহাস করতে

আর সেই ভিডিয়ো দাবানলের মতো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। শুধু তাই নয়, দিল্লির দর্শক যেভাবে নবীনের জীবন অতিষ্ঠ করে দিয়েছিলেন, সেটা করতেও বারণ করেন বিরাট। সেই ভিডিয়োও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।

Most Popular