সিকিমে হড়পা বানে ৯ সেনা সহ মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭০-এর বেশি। সিকিম রাজ্য বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ, এসএসডিএমএ -র দেওয়া তথ্য অনুযায়ী, এখনও নিখোঁজ শতাধিক। ২ হাজার ৫৬৩ জনকে এখনও পর্যন্ত উদ্ধার করা হয়েছে। ২৮ টি ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন ৬ হাজার ৮০০’র বেশি মানুষ।
বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত প্রায় দেড় হাজার মানুষ। ভারতীয় সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে, সেনার তরফ থেকে চেষ্টা চালানো হচ্ছে পরিস্থিতি স্বাভাবিক করার। বিচ্ছিন্ন, ক্ষতিগ্রস্ত গ্রাম গুলিকে পুনরায় সংযুক্ত করার চেষ্টা চলছে। ৬৩ জন বিদেশী সহ প্রায় ২ হাজার পর্যটককে নিরাপদে সরিয়ে আনা হয়েছে বলে জানা গিয়েছে।
তাদের সরব্রাহ করা হচ্ছে খাবার, ওষুধ, ফোন এবং যোগাযোগ ব্যবস্থার সহায়তা দেওয়া হচ্ছে। একটি হেল্পলাইন ব্যবস্থা করা হয়েছে, যার মাধ্যমে পর্যটকেরা তাদের বার্তা পরিবারের সদস্যদের কাছে পৌঁছে দিতে পারছেন।সোমবার থেকে বিমানে করে পর্যটকদের সরিয়ে নেওয়ার ব্যবস্থা শুরু হয়েছে ।