বিশ্ব সমাচার, কাকদ্বীপ, বাতাবি লেবুর উপর দূর্গা প্রতিমা গড়ে অভিনব সৃষ্টি কাকদ্বীপের গৃহবধূর।
এর আগে মাটির পাশাপাশি বিভিন্ন জিনিস দিয়ে দুর্গা প্রতিমা তৈরির খবর পাওয়া গিয়েছে। কিন্তু বাতাবি লেবুর উপরই দুর্গার মুখ! এমন কিছু এখনও দেখা বা শোনা যায়নি।
কিন্তু সেটাই করে দেখালেন কাকদ্বীপের এক গৃহবধূ। এই লেবুর গায়ে প্রতিমা এঁকে এলাকায় সাড়া ফেলে দিয়েছেন পেশায় বিউটিশিয়ান, বছর সাতাশের গৃহবধূ ব্রততী কামার।আর দিন কয়েক পরেই বাঙালীদের শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা শুরু হতে চলেছে। প্রতি বছরই প্রতিমা শিল্পী থেকে শুরু করে মন্ডপশিল্পী সকলেই নতুন ভাবনা ফুটিয়ে তোলেন তাদের হাতের ছোঁয়ায়।
তবে শিল্পী না হলেও বহু সাধারণ মানুষ নানা জিনিসের মধ্য দিয়ে দেবী প্রতিমার রূপদান করেন। ঠিক এই ভাবেই কাকদ্বীপ ব্লকের ঋষি বঙ্কিম গ্রাম পঞ্চায়েতের গোবিন্দরামপুরের গৃহবধূ ব্রততী বাতাবি লেবুতে ফুটিয়ে তুলেছেন দেবী দুর্গাকে।
এক্ষেত্রে বাতাবি লেবুকেই কেন বেছে নিলেন তিনি?
তিনি বলেন, আমি একজন বিউটিশিয়ান। একটি বিউটি পার্লার চালাই। প্রতিদিন তাঁর হাতের ছোঁয়ায় নতুনভাবে সেজে ওঠেন কত বাস্তবের দশভূজা। সেই ভাবনা থেকেই বাড়ির গাছে থাকা বাতাবি লেবু নিয়েও নতুন কিছু করার পরিকল্পনা আসে তাঁর মাথায়। ব্রততীর এই ভাবনায় খুশি তাঁর পরিবার ও এলাকাবাসী। ফলের উপর এভাবে প্রতিমা তৈরি দৃষ্টান্তমূলক সৃষ্টি!
এমনটাই জানিয়েছেন তাঁর পরিবারের সদস্য থেকে প্রতিবেশীরা। এমন ভাবনা নিয়ে ব্রততী আরও এগিয়ে যাক। গৃহবধূর সাফল্য কামনা করে এমনটাই জানিয়েছেন তার প্রতিবেশীরা। কামার পরিবার জানায় বাড়িতে তৈরি এই প্রতিমা দুর্গাপূজার সময় পুজো করার ইচ্ছে রয়েছে ব্রততী এবং তার পরিবারের।